Harry Potter book sells for ₹11.16 lakh: বই কিনেছিলেন ৩২ টাকায়, বেচলেন ১১ লাখে! হ্যারি পটারের জাদুতেই শুধু সম্ভব

হ্যারি পটারকে সাহিত্যপ্রেমীরা অনেকেই চেনেন। এমনকী চলচ্চিত্র প্রেমীদের মধ্যে হ্যারির সিনেমার কদর নেহাত কম নয়। কিন্তু গল্পের জাদুকর হ্যারি কি বাস্তবেও ম্যাজিক দেখাতে পারে? এই প্রশ্নের উত্তর এখন ‘হ্যাঁ’। কারণ সেই ম্যাজিকই দেখতে পেল গোটা বিশ্ব। হ্যারির ম্যাজিকেই একটি বইয়ের দাম ৩২ টাকা থেকে বেড়ে ১১.১৬ লক্ষ টাকায় উঠে গেল! কীভাবে? জেনে নিন। 

(আরও পড়ুন: ৮ বছর ধরে ‘নিখোঁজ’, অথচ বাড়িতেই ছিল কিশোর! রহস্যময় আচরণে তোলপাড় আমেরিকা)

(আরও পড়ুন: মাঝ রাস্তায় বৃদ্ধকে কষিয়ে চড় ‘স্মার্ট দিদি’ নন্দিনীর! ভিডিয়ো ভাইরাল হতেই নিন্দের ঝড়)

একেবারে ছেঁড়া, দলা হয়ে যাওয়া একটি বই। হ্যারি পটারের বইয়ের সিরিজের প্রথম বই এটি। ‘হ্যারি অ্যান্ড দ্য ফিলোজফারস স্টোন’। ১৯৯৭ সালে এই বইটি কিনেছিলেন জৈনিক ব্যক্তি। ইংল্যান্ডের সেই ব্যক্তি, তখন যে দামে বইটি কেনেন, ভারতীয় মূল্যের হিসাবে তা বড়জোর ৩২ টাকা। কিন্তু হালে এই ব্যক্তি আবিষ্কার করেন, তাঁর সংগ্রহে থাকা বইটি অত্যন্ত বিরল। কারণ এটি হ্যারি পটারের বিপুল জনপ্রিয়তা পাওয়ার আগের সংস্করণ। এটি ছিল প্রথম বইয়ের প্রথম সংস্করণ। এটির পরেই হ্যারি জনপ্রিয়তা পেতে শুরু করে। তার পরে আসে দ্বিতীয় এবং তৃতীয় সংস্করণ। ফলে এই বইটিকে সেই হিসাবে বিরল থেকে বিরলতমই বলা যায়। 

(আরও পড়ুন: সিনেমা হলের পপকর্নে কমছে GST, কিন্তু দাম কমছে কি আদৌ? বিল দেখে হতবাক জনৈক)

(আরও পড়ুন: ‘মায়ের পায়ের জবা’ হতে চেয়ে বুথের সামনে রিল পুলিশকর্মীর! Viral ভোটকেন্দ্রের Video)

ফলে বইটি নিলামে ওঠে। এবং নিলামে সেটির দাম যা দাঁড়ায়, তা ভারতীয় মূল্যের হিসাবে ১১.১৬ লক্ষ টাকা। টাকার এই অঙ্ক দেখে সকলেরই চোখ ছানাবড়। যদিও মোটেই অবাক নন নিলামে অংশগ্রহণকারীরা। তাঁদের বক্তব্য, হ্যারি পটারের বইয়ের সিরিজের প্রথম বইটির প্রথম সংস্করণ বিরল থেকে বিরলতম। এটি প্রায় আর কারও কাছেই পাওয়া যায় না। যাঁরা সেই সময়ে এই বই কিনেছিলে, তাঁদের কারও কাছেই আর এর কোনও সংস্করণ অবশিষ্ট নেই। কালের নিয়মে সেগুলি নষ্ট হয়ে গিয়েছে। যদি নিলামে ওঠা এই বইটি এখনও সম্পূর্ণ পাঠযোগ্য রয়েছে বলে জানা গিয়েছে। 

যাঁর সংগ্রহে এই বইটি ছিল, তাঁর পরিচয় অবশ্য জানানো হয়নি। তবে জানা গিয়েছে, তিনি আদ্যন্ত হ্যারি-কাহিনির ভক্ত। এবং তিনি হ্যারির জাদুতে যখন মজেছিলেন, বাকি দুনিয়া তখন হ্যারি সম্পর্কে জানতই না। পরবর্তী সময়ে এটি সারা বিশ্বে বিরাট জনপ্রিয় হয়ে যায়।