Italy 10 secs groping rule: ‘অশালীন ছোঁয়া ১০ সেকেন্ডের কম হলে তা অপরাধ নয়! আজব রায় আদালতের

কাউকে কতক্ষণ অশালীনভাবে ছুঁলে কোনও দোষ নেই? এক রায়ে তা নিয়ে রায় দিল ইতালির আদালত। এক সাম্প্রতিক মামলায় ইতালীয় আদালতের বিচারপতি রায় দেন, ১০ সেকেন্ডের কম সময় অশালীনভাবে ছুঁলে তাকে ধর্ষণ বলা যাবে না। রায়টি প্রকাশ্যে আসা মাত্র প্রতিবাদে গর্জে উঠেছে ইতালি। ৬৬ বছরের অভিযুক্ত এক ব্যক্তিকে অভিযোগ থেকে মুক্তিও দিয়েছে কোর্ট। রায় ঘোষণার সময় বিচারপতির যুক্তি ‘গোটা ঘটনাটি পাঁচ থেকে দশ সেকেন্ড স্থায়ী হয়েছিল।’ তাই এই অশালীন স্পর্শের ঘটনাকে ধর্ষণ বা যৌন নিগ্রহ বলা যায় না বলেই মত বিচারপতির। আদালতের এই রায় ঘিরেই শুরু হয়েছে বিক্ষোভ। ধর্ষণ বা যৌন নিগ্রহের মতো ঘটনায় কীভাবে এমন সময় বিচার করা সম্ভব, সে প্রশ্নই বিচারপতির কাছে রেখেছেন নাগরিকরা। কীভাবে ধর্ষণের মতো গুরুতর ঘটনাকে এত লঘু দেখা সম্ভব, তা নিয়েও অনেকে প্রশ্ন করেছেন। 

আরও পড়ুন: ল্যান্ডার, রোভার, প্রপালসন; চন্দ্রযানের কোন অংশ কী করবে এই অভিযানে? রইল বিশদে

আরও পড়ুন: চন্দ্রযান ৩ রওনা দিল! রইল ভারতীয় মহাকাশবিজ্ঞানের ঐতিহাসিক মুহূর্তের দারুণ সব ছবি

প্রসঙ্গত, সম্প্রতি একটি স্কুলে ১৭ বছর বয়সি মেয়েকে নিগ্রহের শিকার হতে হয়‌। ওই স্কুলের এক বয়স্ক কর্মচারী তাঁর স্তনে জোর জবরদস্তি হাত দেন। এমনকী বেশ কিছুক্ষণ তা ধরেও থাকেন। পুলিশের কাছে এই নিয়ে মামলা দায়ের করেন ওই পড়ুয়া। ২০২২ সালের এই ঘটনা চলতি বছরে এজলাসে ওঠে। কিন্তু বিচারপতি রায় দেন, গোটা ঘটনাটি পাঁচ থেক দশ সেকেন্ড ঘটেছে। এত কম সময়ে ঘটা একটি ঘটনাকে যৌন নিগ্রহ বা ধর্ষণ হিসেবে গণ্য করতে নারাজ রোম আদালতের বিচারপতি। সেইমাফিক তার রায়ে নির্দোষ হিসেবে ছাড়া পান ওই ৬৬ বছরের অভিযুক্ত।

প্রসঙ্গত, বিচার প্রক্রিয়া চলাকালীন ওই ৬৬ বছরের অভিযুক্ত জানিয়েছেন, তিনি নাকি ‘মজা’ করছিলেন‌।‌ সেই মর্মে বিচারপতি পরামর্শ দেন, এই ঘটনাকে একটি নিছক মজা হিসেবেই দেখা উচিত। এতে কোনও যৌন চাহিদা নেই‌। পাবলিক প্রসিকিউটর ওই অভিযুক্তের সাড়ে তিন বছর সাজার দাবি করেন। কিন্তু সেই দাবিকে একেবারেই নস্যাৎ করে দেন বিচারপতি। তবে রায়টি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে হতবাক ইতালির জনসাধারণ। তাদের মধ্যে অনেকেই  প্রতিবাদে গর্জে উঠেছেন ইতিমধ্যে। নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে অশালীনভাবে স্পর্শ নিয়ে বিভিন্ন লেখা ও ভিডিয়ো। ভিডিয়োতে মেয়েদের স্তন ছুঁয়ে সময় মাপতেও দেখা গিয়েছে। তার পর তাঁরা প্রশ্ন রেখেছেন, সত্যিই এটা যৌন নিগ্রহ নয়?