Rain in North Bengal: জলমগ্ন শিলিগুড়ির একাংশ, ডুয়ার্সেও ফুঁসছে নদী, বেড়াতে গেলে কোন সতর্কতা নেবেন

উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি। সেই সঙ্গেই ভুটান পাহাড়েও ক্রমাগত বৃষ্টির জেরে উত্তরের একাধিক জেলায় নদীতে জল ক্রমেই বাড়ছে। আর তার জেরে ভোগান্তি বাড়ছে উত্তরবঙ্গবাসীর। শিলিগুড়িতেও টানা বৃষ্টি। তার জেরে ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি এলাকায় প্রায় কোমর সমান জল। চরম ভোগান্তি শিলিগুড়িবাসীর একাংশে। একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। তবে স্থানীয় সূত্রে খবর, বৃষ্টির পরিমাণ কিছুটা কমার পরে বেলার দিকে জল নামতে শুরু করে। বাসিন্দাদের দাবি, প্রতিবছর বর্ষা এলেই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। বাড়ির মধ্য়ে জল ঢুকে যায়। বের হওয়া যায় না। 

এদিকে ডুয়ার্সের বিভিন্ন এলাকাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে শুক্রবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে। ধূপগুড়ি,কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার জল জমে গিয়েছিল। তবে এদিন বৃষ্টি কিছুটা কমার ফলে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। তবে ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি হলে স্বাভাবিকভাবেই উত্তরের একাধিক নদীতে জল বাড়তে থাকে। 

তবে চলতি বর্ষায় যাতে বড় বিপর্যয় না হয় সেব্যাপারে সতর্ক রয়েছে প্রশাসন। ধূপগুড়ির এক বাসিন্দা জানিয়েছেন একাধিক বাড়িতে জল ঢুকে গিয়েছে। পরিবার নিয়ে অন্য়ত্র আশ্রয় নিয়েছি। কোথাও কোনও সহায়তা নেই। 

এদিকে বর্ষা আসতেই এবারও জলপাইগুড়ি শহরে সেই চেনা ছবি ফিরছে। ফের শহরের বিভিন্ন এলাকায় জল জমে রয়েছে। বাসিন্দাদের দাবি নিকাশির অব্যবস্থার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বছরের পর বছর ধরে এই পরিস্থিতি হয় বলে তাদের দাবি। 

এদিকে যাঁরা বর্ষায় ডুয়ার্স বা পাহাড়ে বেড়াতে যেতে চান তাঁরা হাতে সময় নিয়ে যাওয়াটাই ভালো। কারণ এই সময় অতি বৃষ্টিতে সমস্যা হতে পারে। তবে বর্ষায় ডুয়ার্স বা পাহাড় বরাবরই আরও সুন্দর। কিন্তু এই সময় অতি অ্যাডভেঞ্চার করতে গেলেই বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। ট্যুর অপারেটরদের একাংশের মতে, যাবতীয় সাবধানতা অবলম্বন করাটা দরকার। ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে পারেন। গাড়ি চালকদের কোনওভাবেই পাহাড়ি রাস্তায় অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর জন্য চাপ দেবেন না। বন্যা পরিস্থিতি তৈরি হলে প্রশাসনের নির্দেশ মতো কাজ করুন। রাতের বেলা ভ্রমণ এড়িয়ে চলুন। আবহাওয়ার পূর্বাভাসগুলি খেয়াল রাখুন। এরপর নিরাপদে ভ্রমণ করার ক্ষেত্রে আর কোনও বাঁধা নেই।