WB Recruitment Scam: নিয়োগ দুর্নীতির কিংপিন কে? তদন্ত কি অনন্তকাল চলবে? EDকে প্রশ্ন বিচারপতি সিনহার

নিয়োগ দুর্নীতিতে ইডি – সিবিআইয়ের তদন্তের গতি নিয়ে ফের একবার অসন্তোষ প্রকাশ করল আদালত। শুক্রবার পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি অমৃতা সিনহা ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, তদন্ত কি অনন্তকাল ধরে চলবে? যখন তদন্ত শেষ হবে তখন কি এর কোনও প্রাসঙ্গিকতা থাকবে?

এদিন বিচারপতি ইডির আইনজীবীকে প্রশ্ন করেন, ‘নিয়োগ দুর্নীতির কিংপিন কে? এর পিছনে কার মাথা রয়েছে? আপনাদের তদন্ত যখন একটা নির্ণায়ক জায়গায় পৌঁছবেন তখন কি তদন্তের প্রয়োজনীয়তা আদৌ থাকবে? তদন্ত কি অনন্তকাল ধরে চলবে’?

বিচারপতি সিনহা বলেন, ‘প্রত্যাশিত গতিতে আপনাদের তদন্ত চলছে না। টাকা দিয়ে কারা চাকরি পেয়েছে খুঁজে বের করুক সিবিআই’।

বলে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করে সিবিআই। পরে তাতে যোগদান করে ইডি। এই তদন্তে নেমে হুগলিতে প্রোমোটার অয়ন শীলের বাড়ি ও দফতরে তল্লাশি চালিয়ে পুরসভা নিয়োগ দুর্নীতির সন্ধান পান তদন্তকারীরা। আদালতের নির্দেশে তারও তদন্ত করছে ইডি – সিবিআই। এর আগেও এই তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা গিয়েছে আদালতকে। ফের একবার দ্রুত তদন্ত গন্তব্যে পৌঁছতে নির্দেশ দিল আদালত।