নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় খেলাফত মজলিস

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায় বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির সিনিয়র নায়েবে আমির  মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। মানুষ তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। দলীয় সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ভূলুণ্ঠিত হয়।

শনিবার (‌১৫ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাওলানা ইউসুফ আশরাফ আরও বলেন, মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনও সমন্বয় নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। সুতরাং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের দ্রুত মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির  মাওলানা রেজাউল করিম জালালী, মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী প্রমুখ।