Long Jumper Murali Sreeshankar Qualifies For 2024 Paris Olympics

ব্যাংকক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রুপো জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। সেই সঙ্গে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করলেন তিনি।

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন মান ৮.২৭ মিটার। শনিবার ব্যাংককে শ্রীশঙ্কর ৮.৩৭ মিটার লাফিয়ে রুপো জেতেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করেন।

২০২৪ সালে অলিম্পিক্সের ৩৩তম সংস্করণ। ১ জুলাই শুরু হয়েছে অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্ব। শুরুর এক সপ্তাহের মধ্যেই যোগ্যতামান পেরলেন শ্রীশঙ্কর। তিনি বলেছেন, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য লং জাম্পাররা গত দুমাস প্রতিদ্বন্দ্বিতা করেননি। সকলেই এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রস্তুতির অনেক সময় পেয়েছেন ওঁরা। আমি গত সপ্তাহেই স্যুইৎজারল্যান্ড থেকে ফিরেছি। তবে য়ু ট্যাং লিনের ৮.৪০ মিটারের লাফ আমাকে বেশ অবাক করেছে। তবে এরকম বড় প্রতিযোগিতায় স্নায়ুর চাপ সামলে পারফর্ম করাটা বড় ব্যাপার। ষষ্ঠ প্রচেষ্টায় নিজের সেরা পারফর্মটাই করেছি।’

২০ কিলোমিটার হাঁটায় অক্ষদীপ সিংহ, বিকাশ সিংহ, পরমজিৎ সিংহ বিস্ত ও প্রিয়ঙ্কা গোস্বামী ইতিমধ্যেই প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছেন। 

তাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত হয়েছে এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। শুক্রবার যে প্রতিযোগিতায় নজর কাড়লেন ভারতীয় অ্যাথলিটরা। দ্বিতীয় প্রচেষ্টায় নিজের সেরা থ্রো করে সোনা জিতলেন শট পাটার তজিন্দর। প্রথম থ্রোয়ে ১৯.৮ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি। দ্বিতীয় থ্রোয়ে ২০.২৩ মিটার দূরত্ব অতিক্রম করেন। তবে কুঁচকিতে চোট পান তিনি। খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। ২৮ বছরের অ্যাথলিট তাঁর বাকি চার প্রচেষ্টা করেননি। দ্বিতীয় থ্রোয়ের ভিত্তিতেই সোনা জেতেন তজিন্দর।

চলতি বছরে তাঁর সোনার দৌড় চলছে। ২০২৩ সালে মোট সাতটি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তজিন্দর। সবকটিতেই সোনা জিতেছেন। ইরানের মেহেদি সাবেরি শুক্রবার রুপো জিতেছেন। ১৯.৯৮ মিটার দূরত্ব অতিক্রম করেছেন তিনি। কাজাখস্তানের ইভান ইভানভ ১৯.৮৭ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জেতেন।

চার বছর আগে দোহা এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন তজিন্দরপাল। ভুবনেশ্বরে ২০১৭ সালে রুপো জিতেছিলেন। এশিয়ান গেমসেও চ্যাম্পিয়ন তজিন্দরপাল। এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন। জাতীয় ও এশীয় স্তরে রেকর্ডের অধিকারী তিনি। গত মাসে ভুবনেশ্বরে ২১.৭৭ মিটার থ্রো করে যে রেকর্ড গড়েছিলেন।

মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজ়ে সোনা জেতেন পারুল চৌধুরী। ২০১৯ সালে ৫ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছিলেন। ২৮ বছরের অ্যাথলিট এর আগে ৩০০০ মিটার স্টিপলচেজ়ে অল্পের জন্য পোডিয়ামে ওঠার সুযোগ হারিয়েছেন। ২০১৭ সালে চতুর্থ ও ২০১৯ সালে পঞ্চম হয়েছেন পারুল।

আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial