Mohun Bagan Announces Who Will Get Mohun Bagan Ratna This Year, Know In Details

কলকাতা: মোহনবাগান (Mohun Bagan) রত্ন হচ্ছেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার (Gautam Sarkar)। যাঁকে বলা হতো ভারতের বেকেনবাওয়ার। এবার দু’দিন ধরে পালিত হবে ‘মোহনবাগান দিবস’। ২৯ ও ৩০ জুলাই। যেহেতু ২৯ জুলাই মহরম রয়েছে, তাই দুদিন ধরে চলবে অনুষ্ঠান। শনিবার মন্দারমণিতে মোহনবাগানের কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল।

এদিনের বৈঠক থেকে এবারের বিভিন্ন পুরস্কার প্রাপকের নামও ঘোষণা করা হয়েছে। চলতি বছর থেকে সেরা সমর্থকের পুরস্কারও দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবুজ মেরুন।

কার্যনির্বাহী কমিটির আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, সবুজ-মেরুনের সর্বোচ্চ সম্মান ‘মোহনবাগান রত্ন’ পাবেন কিংবদন্তি ফুটবলার গৌতম সরকার। ‘জীবনকৃতি সম্মান’ পাবেন সবুজ-মেরুনের প্রাক্তন ফুটবলার শ্যামল বন্দ্যোপাধ্যায়। বর্ষসেরা ফুটবলার হিসাবে ‘শিবদাস ভাদুড়ি পুরস্কার’ দেওয়া হবে গোলকিপার বিশাল কাইথকে। দিমিত্রি পেত্রাতোস বর্ষসেরা ফরওয়ার্ড হিসাবে পাবেন ‘সুভাষ ভৌমিক পুরস্কার’।

বর্ষসেরা ক্রিকেটার হিসাবে অরুণলাল পুরস্কার পাচ্ছেন অর্ণব নন্দী। অ্যাথলেটিক্সে বর্ষসেরা হওয়া মোহর মুখোপাধ্যায় পাবেন ‘প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার’। যুব বিভাগে বছরের সেরা ফুটবলার ইংসন সিংহ। কলকাতা হকি লিগে প্রত্যাবর্তনেই সবুজ-মেরুনকে লিগ চ্যাম্পিয়ন করার অন্যতম কারিগর নীতিশ নুপানে মনোনীত হয়েছেন হকির বর্ষসেরা ক্রীড়াবিদ হিসাবে। তিনি পাবেন হকি কিংবদন্তি কেশব দত্তের নামাঙ্কিত পুরস্কার। এছাড়া বর্ষসেরা ক্রীড়া কর্তা হিসাবে ‘অঞ্জন মিত্র পুরস্কার’ দেওয়া হবে ইউনাইটেড স্পোর্টসের কর্তা নবাব ভট্টাচার্যকে। বর্ষসেরা সাংবাদিক হিসাবে মতি নন্দী পুরস্কার পাচ্ছেন জয়ন্ত চক্রবর্তী। প্রয়াত সমর্থক উমাকান্ত পালোধির নামাঙ্কিত সেরা সমর্থকের পুরস্কার প্রথম বছর পাবেন শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায়।

এবার থেকে দুটো নতুন পুরস্কার চালু হতে চলেছে। বর্ষসেরা হকি প্লেয়ারের পুরস্কার দেওয়া হবে নীতেশ নিউপানেকে। বর্ষসেরা সমর্থককেও সম্মানিত করা হবে। প্রথম বছর সেই পুরস্কার পাবেন শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায়। পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে গান পরিবেশন করবেন লোপামুদ্রা মিত্র। শেষে পারফর্ম করবেন বাবুল সুপ্রিয়। ২০ জুলাই মোহনবাগানের প্রয়াত সচিবের জন্মদিনে তাঁর নামাঙ্কিত ‘অঞ্জন মিত্র মিডিয়া সেন্টার’এর উদ্বোধন করবেন আইএম বিজয়ন।

‘মোহনবাগান রত্ন’ পাওয়ার কথা শুনে গৌতম সরকার বলেছেন, “মোহনবাগানের জার্সিতেই পেলের বিরুদ্ধে খেলেছিলাম। শুনেছি কসমস ক্লাবে পেলের সঙ্গে আমার বল দখলের লড়াইয়ের ছবি রাখা আছে। ওই দিনটার কথা কখনও ভুলতে পারব না। আর এই পুরস্কার তো অর্থ দিয়ে বিচার করা যায় না, এটা বিরাট সম্মান। মোহনবাগানকে ধন্যবাদ।”

আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial