Suvaprasanna: ৫ দিনের মধ্যে পালটি খেলেন শুভাপ্রসন্ন, বললেন ভোট মৃত্যু বাড়িয়ে দেখানো হচ্ছে

দিন কয়েক আগেই রাজ্যে রাজনৈতিক হিংসার সংস্কৃতি শেষ করতে পথে নামার ডাক দিয়েছিলেন তিনি। হপ্তা ঘুরতে না ঘুরতেই বদলে গেল শিল্পী শুভাপ্রসন্নের অবস্থান। এবার বললেন, রাজ্যে পঞ্চায়েত ভোটে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দেখানো হচ্ছে।

গত ১০ জুলাই পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনার আগের দিন শুভাপ্রসন্ন সংবাদমাধ্যমে বলেন, ‘যে ভোট গণতন্ত্রের উৎসব সেখানে যদি এত প্রাণ যায় মানুষের, এই সংস্কৃতির যদি বদল না হয়, এখানে যা হয় সারা দেশে কোথাও হয় না’।

শিল্পীর প্রশ্ন ছিল, ‘এত প্রাণ কেন যাবে? রামমোহন, বিদ্যাসাগর, নেতাজি, রবীন্দ্রনাথ, যারা সারা পৃথিবীকে পথ দেখিয়েছেন সেখানে এই সংস্কৃতি আমরা চাই না’।

শুভাপ্রসন্নের আহ্বান ছিল, ‘সময় এসেছে, মুক্তমনা, বুদ্ধিজীবী মানুষ জোট বেঁধে পথে নামুক এই আহ্বান করতে পারি। আমার বিশ্বাস হাজার হাজার মানুষ তাতে যোগ দেবেন। আমরা আবার মিছিল করতে পারি, যে মিছিল আমরা করেছিলাম, সংস্কৃতি বদলের মিছিল’।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে এত মানুষের মৃত্যুতে কি তিনি লজ্জিত? জবাবে শুভাপ্রসন্ন বলেছিলেন, ‘লজ্জা করে। যে গর্বের মানুষরা পথ দেখিয়েছেন সেই পরম্পরার প্রতিনিধি ভাবতে ঘৃণা হচ্ছে। ভারতে কোথাও এটা হয় না। এর পরিবর্তন চাই, পরিবর্তন করতে হবে’।

তার পর ৫ দিনের মধ্যে নিজের অবস্থান বদলে ফেললেন শুভাপ্রসন্ন। শনিবার তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় হিংসা রোখার অনেক চেষ্টা করেছেন। আমার যখন পথে নেমেছিলাম সে ভয়ঙ্কর দিন এখন আর নেই। ৪০ জন মরে যায়নি, এটা বাড়ানো হয়েছে। আমার তো রুদালি নই যে কিছু হলেই দল বেঁধে কাঁদতে নেমে যাব। আমাদের একটা ভূমিকা আছে। সেটা সময় মতো পালন করব।’