Suvendu Adhikari: মমতার কোমরে দড়ি না পরানো পর্যন্ত এই লড়াই চলবে: শুভেন্দু

মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পরানো পর্যন্ত এই লড়াই চলবে। শনিবার হাওড়ার আমতায় বিজেপি কর্মীদের পোড়া বাড়িতে দাঁড়িয়ে একথা বলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন আমতার ওই ঘটনার জন্য বিডিও ও স্থানীয় পুলিশ আধিকারিকদের দায়ী করেন তিনি।

এদিন আমতা ২ নম্বর ব্লকের কাঁকরোল গ্রামে আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে পৌঁছলে সেখানে ভেঙে পড়ে গোটা গ্রাম। থিকথিকে ভিড়ের সামনে সাংবাদিকদের শুভেন্দুবাবু বলেন, এখানে আরেকটা বগটুই করতে চেয়েছিল। বরাত জোরে এরা বেঁচে গিয়েছে। গোটা গ্রামের ভোট লুঠ হয়েছে। গণনাকেন্দ্রে আমাদের এজেন্টদের ঢুকতে দেয়নি। এই হামলার জন্য দায়ী পুলিশ আর বিডিও। গোটা রাজ্যে লুঠ করেছে। মমতা পুলিশকে আগে গ্রেফতার করা উচিত। এদের FIR নিতে চায়নি পুলিশ। আমি এদের নিয়ে সোমবার রিট পিটিশন করব। মমতা ব্যানার্জির কোমরে দড়ি না পরানো পর্যন্ত এই লড়াই চলছে চলবে’। শুভেন্দুবাবু অভিযোগ করেন, হামলাকারীরা একটি পঞ্চম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি করেছে।

বৃহস্পতিবার রাতে হাওড়ার আমতার কাঁকরোল গ্রামে গভীর রাতে বিজেপি সমর্থক একটি পরিবারকে ঘরের ভিতর বন্ধ করে বাইরে থেকে আগুন দিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। পরিবারটি কোনওক্রমে রক্ষা পেলেও বাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এদিন আক্রান্ত পরিবারটিতে দলের তরফে কিছু ত্রাণসামগ্রী হাতে তুলে দেন শুভেন্দুবাবু।