Asian Athletics Championships: Priyanka And Vikash Win Medals In 20km Racewalk

ব্যাঙ্কক: এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (Asian Athletics Championship) রুপো জিতলেন প্রিয়ঙ্কা গোস্বামী (Priyanka Goswami)। ব্রোঞ্জ জিতলেন বিকাশ সিংহ (Vikash Singh)। ২০ মিটার রেস ওয়াক ইভেন্টে (Race Walk Event) পদক জিতলেন ভারতের এই ২ অ্যাথলিট। মহিলাদের ইভেন্টে চিনের ইয়াং লিউজিংয়ের পরেই রয়েছেন প্রিয়ঙ্কা। মোট ২০ মিটার রেস ওয়াক ইভেন্ট মাত্র ১ ঘণ্টা ৩৪ মিনিট ২৪ সেকেন্ড সময় নেন। পদক জিতলেও নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের থেকে অনেকটাই পিছিয়ে ছিলেন প্রিয়ঙ্কা।

অন্য়দিকে, পুরুষদের ইভেন্টে বিকাশ ব্রোঞ্জ জিতেছেন। ২০ মিটার রেস ওয়াক ইভেন্টে ১ ঘণ্টা ২৯ মিনিট ৩২ সেকেন্ড সময় নেন। জাপানের ইউতারো মুরায়ামা ও চিনের ওয়াং কাইহুয়ার পরই রয়েছেন বিকাশ। এবারের টুর্নামেন্টে ভারত মোট ২৮টি পদক জিতেছে। তার মধ্যে ৬টি সোনা, ৩টি রুপো ও ৯টি ব্রোঞ্জ জিতেছে। এটি এই টুর্নামেন্টের ইতিহাসে ভারতের সেরা পরফরম্যান্স। ২০১৭ সালে এই টুর্নামেন্টে মোট ২৭টি পদক জিতেছিল ভারত। ঝুলিতে ছিল ৯টি সোনা (Gold)।

এর আগে, হাইজাম্পে ২.২৬ মিটার লাফিয়ে রুপো জিতেছেন ভারতের সর্বেশ এ কুশারি। তবে পদক জিততে ব্য়র্থ ভারতের তেজস্বিন শঙ্কর। মহিলাদের হেপ্টাথলনে রুপো জিতেছেন স্বপ্না বর্মন। ৫৮৪০ পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি। উজবেকিস্তানের একাতেরিনা ভোরোনিনা সোনা জিতেছেন।

এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে লং জাম্পে রুপো জিতলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। সেই সঙ্গে ২০২৪ সালে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করলেন তিনি।

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন মান ৮.২৭ মিটার। শনিবার ব্যাংককে শ্রীশঙ্কর ৮.৩৭ মিটার লাফিয়ে রুপো জেতেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতাও অর্জন করেন।

২০২৪ সালে অলিম্পিক্সের ৩৩তম সংস্করণ। ১ জুলাই শুরু হয়েছে অলিম্পিক্সের যোগ্যতাঅর্জন পর্ব। শুরুর এক সপ্তাহের মধ্যেই যোগ্যতামান পেরলেন শ্রীশঙ্কর। তিনি বলেছেন, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য লং জাম্পাররা গত দুমাস প্রতিদ্বন্দ্বিতা করেননি। সকলেই এশিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। প্রস্তুতির অনেক সময় পেয়েছেন ওঁরা। আমি গত সপ্তাহেই স্যুইৎজারল্যান্ড থেকে ফিরেছি। তবে য়ু ট্যাং লিনের ৮.৪০ মিটারের লাফ আমাকে বেশ অবাক করেছে। তবে এরকম বড় প্রতিযোগিতায় স্নায়ুর চাপ সামলে পারফর্ম করাটা বড় ব্যাপার। ষষ্ঠ প্রচেষ্টায় নিজের সেরা পারফর্মটাই করেছি।’

আরও পড়ুন: মায়ামিতে মেসির মাইনে কত ? বেতনের সঙ্গে লিও পাবেন আরও অনেক কিছু