Lakshya Sen Bows Out Of US Open 2023 In The Semi Final Despite Valiant Effort

নয়াদিল্লি: সদ্যই কানাডা ওপেন জিতে যুক্তরাষ্ট্র ওপেনে (US Open 2023) কোর্টে নেমেছিলেন ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। তবে নাগাড়ে দুই খেতাব জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল তাঁর। যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালেই পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন লক্ষ্য। যে প্রতিপক্ষকে হারিয়ে কানাডা ওপেন খেতাব জিতেছিলেন, সেই প্রতিপক্ষর বিরুদ্ধেই পরাজিত হতে হল ভারতীয় শাটলারকে।

অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শেফেঙের (Li Shifeng) বিরুদ্ধে এক ঘণ্টা ১৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পরাজিত হন কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকজয়ী। ম্যাচের স্কোরলাইন বিশ্বের সাত নম্বর পুরুষ সিঙ্গেলস শাটলার লির পক্ষে ১৭-২১, ২২-২৪, ১৭-২১। গোটা ম্যাচ জুড়েই দুই তারকা শাটলার একে অপরকে সেয়ানে সেয়ানে টেক্কা দেন। প্রথম গেম অল্পের জন্য চার পয়েন্টে হারেন লক্ষ্য। দ্বিতীয় গেমেও কিন্তু দুর্দান্ত লড়াই হয়। তবে এক্ষেত্রে জয় পান লক্ষ্য। ম্যাচে ফিরে আসেন ভারতীয় শাটলার।

দুই গেমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তৃতীয় গেমেও সেই ধারা অব্যাহত থাকবে বলেই সবাই আশা করছিল। হলও তাই। তৃতীয় গেমেও দুই তারকা শাটলার কেউ কাউকে এক চুলও জমি ছেড়ে দেননি। তবে শেষ হাসি হাসেন লিই। গেম ও ম্যাচ জিতে নেন তিনি। কানাডা ওপেনে লক্ষ্যর বিরুদ্ধে স্ট্রেট গেমে ১৮-২১, ২০-২২ স্কোরলাইনে পরাজিত হয়েছিলেন লি। এক সপ্তাহের মধ্যেই সেই হারের বদলা নিতে সক্ষম হলেন তারকা শাটলার লি।

 

প্রসঙ্গত, টুর্নামেন্ট থেকেই আরেক তারকা ভারতীয় শাটলার পিভি সিন্ধু কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছিলেন। দুই বারের অলিম্পিক্স মেডেলজয়ী সিন্ধু কোয়ার্টার ফাইনালে গাও ফাং জিয়ের বিরুদ্ধে হেরে গেলেন। ২২-২০, ২১-১৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সিন্ধুর প্রতিপক্ষ। উল্লেখ্য, সম্প্রতি ব্যাডমিন্টনের ক্রমতালিকাতেও নেমে গিয়েছেন হায়দরাবাদি শাটলার। বিশ্ব ক্রমতালিকায় আপাতত ১৫ নম্বরে রয়েছেন পিভি সিন্ধু। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম