Lionel Messi Salary How Much Messi Will Earn At Inter Miami Know In Details

মায়ামি : কেরিয়ারের শেষপর্বে এসে নিয়েছেন নতুন চ্যালেঞ্জ। ঠিকানা বদলেছেন সাগর টপকে। ইউরোপ ছেড়ে আপাতত মার্কিন মুলুকে। সৌদি আরবের ক্লাবের পাশাপাশি ইউরোপের একাধিক ক্লাবের অফার ছেড়ে বেছে নিয়েছেন আমেরিকার ইন্টার মায়ামিকে (Inter Miami)। মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে (Major League Soccer) ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবই নতুন ঠিকানা লিওনেল মেসির (Lionel Messi)।সৌদির আরবের ক্লাব আল হিলালের আকাশ ছোঁয়া অর্থের হাতছানি ছেড়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মিয়ামিতে সই করার পিছনে মেসির মাথায় কি ফুটবল ছাড়ার পরের জীবনের ছক ?

জানা যাচ্ছে, ফুটবলার হিসেবে সই করার চুক্তিপত্রেই সাতবারের বিশ্বসেরা ফুটবলারকে ইন্টার মায়ামি ক্লাবের স্বত্ত্বও (Equity) দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে আরও কিছু। ইউরোপীয় ও মার্কিন সংবাদমাধ্যমগুলি সূত্রে জানা যাচ্ছে, চুক্তি অনুযায়ী, মেজর সকার লিগে (MLS) মেসি খেলতে নামতে রাজি হওয়ার আরও এক কারণ দুই স্পনসরের থেকে লভ্যাংশ প্রাপ্তি। এমএলএসে-র প্রচার ও প্রসারের পর যে অর্থ অ্যাপল ও অ্যাডিডাস পাবে, তার একটি অংশও এবার থেকে যাবে মেসির কাছে।

আর বেতন ? মার্কিন ও ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসি বার্ষিক ৫০ থেকে ৬০ মিলিয়ন ডলারের চুক্তিতে সই করেছেন ইন্টার মায়ামিতে। ভারতীয় মুদ্রায় যে অর্থের পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা। যা শুধুই মেসির বার্ষিক বেতন। ক্লাবের ও এমএলএসের লভ্যাংশ রয়েছে তার ওপর। আর্জেন্তাইন সুপারস্টারকে তাঁর মোট আয়ের একটা বড় অংশ অবশ্য কর হিসেবে দিতে হবে আমেরিকা সরকারকে। 

বার্সেলোনায় (Barcelona) লম্বা কেরিয়ারের ক্লাব পর্যায়ে যে সাফল্য মেসি পেয়েছিলেন প্যারিস সাঁ জাঁতে তা অবশ্য মেলেনি। চুক্তির শেষপর্বে চলেছে প্রচণ্ড ডামাডোলও। অবশ্য পিএসজি (PSG) খেলোয়াড় হিসেবেই বিশ্বকাপের অধরা স্বপ্ন পূরণ করেছেন এলএমটেন। এবার আলতান্তিক টপকে মার্কিন মুলুকে মেসির কেরিয়ারের পরবর্তী পর্ব। 

আরও পড়ুন- চন্দ্রযানের ক্যামেরা বানিয়েছেন বাঙালি বিজ্ঞানী, চাঁদের দেশে ভারতের পাড়িতে উচ্ছ্বাসে ভাসছে ইসলামপুর

আরও পড়ুন- হারিয়েছে ফোন ? খুঁজে দেবে পুলিশই ! কী কী ধাপে এগোবেন ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন         https://t.me/abpanandaofficial