সাদিক আব্দুল্লাহকে শোকজ, ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ

বরিশাল ক্লাবের পদে থাকা সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে নোটিশ দিয়েছেন আদালত। সোমবার (১৭ জুলাই) বরিশাল সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান নোটিশ জারি করে আগামী ১০ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেন। একই আদেশ দেন ক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধেও। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সেরেস্তাদার আব্দুল কাদের খান।

মামলার বাদী মফিজুর রহমান চৌধুরী বলেন, সাদিক আব্দুল্লাহ বরিশাল ক্লাবের গঠনতন্ত্র ভেঙে পদ দখল করে রেখেছেন, তার প্রমাণ দেখে ১০ দিনের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলেছেন বিচারক। গত বৃহস্পতিবার করা মামলার শুনানি রবিবার অনুষ্ঠিত হয়। আজ মামলা গ্রহণ করে বরিশাল ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হবে না জানতে চেয়েছেন বিচারক।

বাদী অভিযোগ করেন, সাদিক আবদুল্লাহ ক্লাবের স্বার্থ পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ড করেন। বিভিন্ন সময় তাকে পদ ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। কিন্তু বিবাদী গত ৭ জুলাই পদ ছাড়বেন না বলে জানালে বাধ্য হয়ে মামলা দায়ের করেন।

তিনি বলেন, ক্লাবের সভাপতি পদে নির্বাচন করতে হলে সদস্য পদের মেয়াদ ১০ বছর হতে হবে। বর্তমান সভাপতি সাদিক আবদুল্লাহ ২০১৬ সালের ২০ আগস্ট সদস্য হন। ২০১৯ সালের ৮ মার্চ সভাপতির পদ দখল করেন। ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালে সভাপতি হওয়ার যোগ্যতা অর্জন করবেন তিনি।

তার অভিযোগ, সাদিক আব্দুল্লাহ ক্লাবের সভাপতি থাকাকালে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ক্লাবে থাকার জন্য দুটি রুমের ব্যবস্থা করে দেন। এ ছাড়াও ক্যাফেটেরিয়ায় বিল ও মেয়রের কাছে লোকের অনুষ্ঠানের-সহ কোটি কোটি টাকা বকেয়া রয়েছে। কোনও টাকাই পরিশোধ করেননি তিনি।