Kolkata municipal corporation: কলকাতা পুরসভার বিভিন্ন প্রকল্পের কাজ পিছিয়ে, পরামর্শদাতা সংস্থার মেয়াদ বাড়াল ADB

কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (কেআইআইপি) আওতায় কলকাতা জুড়ে পানীয় জল সরবরাহ এবং এবং নিকাশি নালা পরিকাঠামো সংস্কারের কাজ করছে কলকাতা পুরসভা। তবে এই প্রকল্পের কাজ সম্পন্ন হতে দেরি হওয়ায় পরামর্শদাতা সংস্থার মেয়াদ আরও কিছুটা বাড়াল এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ( এডিবি)। এই মেয়াদ বাড়ানোর জন্য কলকাতা পুরসভা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে এডিবি। শুধু তাই নয় বাড়ানোর পাশাপাশি প্রকল্পের খরচের জন্য এডিবি আরও সাড়ে ৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

আরও পড়ুন: সাফাই কর্মীদের কাজে ফাঁকি রুখতে কী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা

পুরসভা সূত্রে জানা গিয়েছে, তিন দফায় কাজের জন্য এডিবির সঙ্গে চুক্তি হয়েছিল কলকাতা পুরসভার। দ্বিতীয় এবং তৃতীয় দফার কাজের জন্য পরামর্শদাতা সংস্থার সঙ্গে কলকাতা পুরসভার চুক্তি হয়েছিল ২০১৮ সালে। সেই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের অগস্ট মাসে। এই কাজের জন্য এডিবি কলকাতা পুরসভাকে ৩০ কোটি টাকা ঋণ দিয়েছিল। কিন্তু নানা কারণে সেই সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি কলকাতা পুরসভা। এর কারণ হিসেবে পুরসভার তরফে জানানো হয়েছে, করোনা অতিমারির সময় বিভিন্ন কারণে এই প্রকল্পের কাজ ব্যাহত হয়েছিল। ফলে কাজ পিছিয়ে যায়। তখন পুরসভার আবেদনের ভিত্তিতে পরামর্শদাতা সংস্থার মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের অক্টোবর বন্ধ করা হয়েছিল। তখন আরও কয়েক কোটি টাকা বরাদ্দ করেছিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক। কিন্তু, তারপরেও কাজ সম্পূর্ণ হয়নি। বিভিন্ন যন্ত্রপাতি এবং অতিরিক্ত কর্মীসহ খরচ বেড়ে যায়। ফলে এডিবির কাছে আরও একবার প্রকল্প এবং বরাদ্দ খরচ বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল। তার ভিত্তিতে এ বছরে ৩১অগস্ট পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে।

পুরসভা সূত্রের খবর, বাড়তি খরচের কারণে এডিবির কাছে পরামর্শদাতা সংস্থার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিল কলকাতা পুরসভা। সেই আবেদন মঞ্জুর করেছে এডিবি। তবে এখনও যতটা কাজ বাকি রয়েছে সে সম্পর্কে পরামর্শদাতা সংস্থাকে প্রকল্পের বিস্তারিত রিপোর্ট, নিকাশি প্রকল্পের মাস্টার প্ল্যান সহ আরও বিভিন্ন শর্ত পূরণ করতে বলা হয়েছে। সবমিলিয়ে এই প্রকল্পের জন্য ৪৪.৯৬ কোটি টাকা বরাদ্দ করেছে এডিবি। এই অবস্থায় প্রকল্পের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা যায় এবং নির্দিষ্ট সময়ের শেষ করা যায় সেই বিষয়ে জোর দিচ্ছে কলকাতা পুরসভা।