NDA Meeting: মঙ্গলে এনডিএর হাইভোল্টেজ মিটিং, বিরোধীদের গোল দিতে তৈরি ৩৮ শরিক দল

একদিকে বিরোধী জোটের সলতে পাকাচ্ছে কংগ্রেস, তৃণমূল সহ ২৬টি বিরোধী দল। বেঙ্গালুরুতে বিরোধী জোটের মিটিং। তবে বসে নেই এনডিএ। মঙ্গলবার দিল্লিতে এনডিএ জোটের মিটিং। আর সেই মিটিংয়ে সব মিলিয়ে ৩৮টি রাজনৈতিক দল অংশ নেবে বলে সম্মতি জানিয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা একথা জানিয়েছেন। 

সাংবাদিক বৈঠকে নাড্ডা জানিয়েছেন, গত কয়েকবছরে এনডিএর সুযোগ আরও বেড়েছে। নরেন্দ্র মোদীর সরকারের একের পর এক উন্নয়নমূলক কাজ করেছে। এটা সকলের মধ্য়ে একটা ইতিবাচক প্রভাব ফেলেছে। 

এদিকে তাৎপর্যপূর্ণভাবে যেদিন বিরোধী জোটের মিটিং হবে বেঙ্গালুরুতে সেদিনই বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের মিটিং হওয়ার কথা দিল্লিতে। সব মিলিয়ে মঙ্গলে পর পর দুটো হাইভোল্টেজ মিটিং। সূত্রের খবর, সম্প্রতি এনডিএ জোটে একাধিক শরিক দল যোগ দিয়েছে। তারাও এই মিটিংয়ে হাজির থাকতে পারে বলে খবর।

সূত্রের খবর, তামিলনাড়ুর AIADMK, অন্ধ্র প্রদেশের পবন কল্য়াণের জনসেনাও এই জোটের মিটিংয়ে উপস্থিত থাকতে পারে বলে খবর। অন্যদিকে উত্তর পূর্ব ভারত থেকেও একাধিক রাজনৈতিক দল এই এনডিএর মিটিংয়ে উপস্থিত থাকতে পারে। 

একেবারে হাই ভোল্টেজ এনডিএ মিটিং দিল্লিতে। অন্যদিকে বেঙ্গালুরুতে বিরোধী জোটে অন্তত ২৬টি দল অংশ নিতে পারে বলে খবর। সেই পার্টির তালিকায় যে নামগুলি রয়েছে সেগুলি হল, কংগ্রেস, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, জনতা দল(ইউনাইটেড), আরজেডি, এনসিপি, শিবসেনা( ইউবিটি), সিপিআইএম, সিপিআই, সমাজবাদী পার্টি, ন্যাশানাল কনফারেন্স, পিডিপি, সিপিআইএমএল, জেএমএম. আপ, রাষ্ট্রীয় লোকদল, এমডিএমকে, ভিসিকে,আরএসপি, কেডিএমকে, ফরওয়ার্ড ব্লক, আইইউএমএল, কেরালা কংগ্রেস(জে), কেরালা কংগ্রেস (মণি), আপনা দল (কামেরাওয়াড়ি) ও এএমকে।

অন্যদিকে এনডিএ জোটের মিটিংয়ে ৩৮ টি রাজনৈতিক দল থাকতে পারে বলে খবর। সেক্ষেত্রে নিঃসন্দেহে বড় মিটিং। তবে নরেন্দ্র মোদীর সরকারের সামনে এবার বড় চ্যালেঞ্জ। সামনেই লোকসভা ভোট। তার আগে এনডিএ-কে আরও শক্তিশালী করার উদ্যোগ। একাধিক ছোট আঞ্চলিক দল এবার এনডিএতে যুক্ত হচ্ছে। তারা কতটা এই জোটকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটাও দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত কে কতটা শক্তি সঞ্চয় করতে পারে সেটাও দেখার। 

এদিকে এবার একদিকে একাধিক শরিককে হারিয়েছে বিজেপি। যেমন জনতা দল  ইউনাইটেড, ঠাকরের শিবসেনা গোষ্ঠী, আকালি দল। তেমনি একনাথ শিন্ডের শিবসেনা গোষ্ঠী, অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপির সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে বিজেপির।