New member in NDA: এনডিএ পরিবারে আসছেন নয়া সদস্য, স্বাগত জানালেন নাড্ডা

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে ঘর গোছাচ্ছে দুই শিবিরই। মঙ্গলবার দিল্লিতে এনডিএর মিটিং। তার আগে লোকজনশক্তি পার্টির অন্যতম নেতা চিরাগ পাসোয়ান এনডিএ-তে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন চিরাগ পাসোয়ান। এরপরই তাঁর এনডিএতে যোগদান নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে বিজেপি।

এবার বিরোধীদের সামনে কার্যত ক্ষমতা প্রদর্শনে নেমেছে এনডিএ। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, লোকজন শক্তি পার্টির ( রামবিলাস গোষ্ঠী) নেতা চিরাগ পাসোয়ান এনডিএতে যোগ দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। আমি তাঁকে এনডিএ পরিবারে স্বাগত জানাচ্ছি।

কার্যত বড় শক্তিবৃদ্ধি এনডিএর। রাম বিলাস পাসোয়ানের পুত্র চিরাগ পাসোয়ান। বিহারে শেষ বিধানসভা নির্বাচনের আগে রাম বিলাস বেরিয়ে এসেছিলেন এনডিএর জোট থেকে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বনিবনা না হওয়ার জেরেই তিনি বেরিয়ে এসেছিলেন এনডিএ জোট থেকে। এদিকে এখন সেই নীতীশ কুমারই বিরোধী জোটের অন্যতম কর্ণধার। সেক্ষেত্রে আর এনডিএতে আসতে আপত্তি থাকার কথা নয় রামবিলাস পুত্রের।

এবার বিহারে ঠিক কতগুলি আসন চিরাগ এনডিএর কাছ থেকে দাবি করবেন, কতগুলি আসন তাদের দেবে এনডিএ সেটাও বড় কথা। তবে বিহারে এনডিএকে শক্ত ভিতের উপর দাঁড় করাতে চিরাগ পাসোয়ানের দরকার ছিল এনডিএর।

তবে সূত্রের খবর, সব মিলিয়ে চিরাগ পাসোয়ানের দল ৬টি আসন চেয়েছে এনডিএর কাছ থেকে। তবে চিরাগ পাসোয়ান এনডিএ শিবিরে চলে এলে বিহারের রাজনীতিতে সমীকরণ অবশ্য় কিছুটা বদলে যেতে পারে বলে খবর।

লোকজনশক্তি পার্টিকে একই ছাতার তলায় নিয়ে এসে যদি বিহারের নীতীশ কুমারের বিরুদ্ধে লড়িয়ে দিতে পারে বিজেপি তবে সেটা আখেরে এনডিএরই লাভ। তবে কালই এনডিএর বৈঠক। সেই বৈঠকে চিরাগ পাসোয়ান হাজির থাকেন কি না সেটাই দেখার।

একদিকে বিরোধীরা দাবি করছে ধরি মাছ না ছুঁই পানি করলে হবে না। এনডিএকে পরাস্ত করতে সরাসরি নিজেদের অবস্থান জানাতে হবে রাজনৈতিক দলকে। দাবি কংগ্রেসের একাংশের। কংগ্রেস একেবারে সাফ বার্তা দিয়েছে এবার আর এদিকেও নই ওদিকেও নই, এমন অবস্থান নেওয়া যাবে না । এবার তাদের জানিয়ে দিতে হবে তারা কোন পক্ষে রয়েছেন। বিআরএস, বিজেডি, ওয়াইএসআরসিপির কাছে এই বার্তা পাঠিয়েছে তারা। অর্থাৎ পরিবার বৃদ্ধি করতে চাইছে তারাও। অন্যদিকে এনডিএ পরিবার বৃদ্ধির কথা একের পর এক ঘোষণা করছে।