Wimbledon 2023: Carlos Alcaraz Writes Heartfelt Message After Winning Wimbledon Beating Novak Djokovic

লন্ডন: সামনে কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic)। অনেকে ধরেই নিয়েছিলেন যে, শেষরক্ষা করতে পারবেন না একুশ ছুঁই ছুঁই তরুণ। বিশেষ করে যেরকম ছন্দে রয়েছেন জোকার, তাতে তাঁর বিপক্ষে বাজি ধরার লোকই পাওয়া যাচ্ছিল না।

কিন্তু ইতিহাস গড়েছেন কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। স্পেনের তরুণ হারিয়ে দিয়েছেন সার্বিয়ার মহাতারকাকে। উইম্বলডনে প্রায় পৌনে পাঁচ ঘণ্টার লড়াইয়ে জিতে উচ্ছ্বসিত রাফায়েল নাদালের স্বদেশীয় তরুণ। সোশ্যাল মিডিয়ায় আলকারাজ় লিখেছেন, ‘সারাজীবনের স্বপ্ন ছিল। তোমাকে বিশ্বাস ছাড়লে চলবে না। আমার বয়স মাত্র ২০। সব কিছু খুব দ্রুত ঘটছে। তবে প্রত্যেক দিন আমি যেভাবে পরিশ্রম করি, তাতে খুব গর্ব অনুভব করছি। সমর্থন করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ’।

 

তাঁকে অভিনন্দনবার্তা জানিয়েছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। নিজে না খেললেও যাঁর চোখ ছিল রবিবারের ফাইনালে। আলকারাজ় জয়ী হতেই সোশ্যাল মিডিয়ায় রাফা লেখেন, ‘অভিনন্দন কার্লোস আলকারাজ়। আজ আমাদের দারুণ আনন্দ দিয়েছো। স্পেনের টেনিসের পথপ্রদর্শক মানোলো সান্তানা আজ যেখানেই থাকুন না কেন, আমি নিশ্চিত তিনিও তোমার হয়ে গলা ফাটিয়েছেন। তোমাকে আলিঙ্গন পাঠালাম। মুহূর্তটা উপভোগ করো. চ্যাম্পিয়ন!!!’

 

কার্লোস আলকারাজ় (Carlos Alcaraz)। পাঁচ সেটের লড়াইয়ে নোভাক জকোভিচকে (Novak Djokovic) হারিয়ে যিনি উইম্বলডনের ফাইনাল জিতেছেন। আলকারাজ় বলছেন, ‘এই ধরনের মঞ্চে খেলতে পারা স্বপ্নপূর্ণ হওয়ার মতো। ২০ বছর বয়সী এক তরুণের কাছে এত দ্রুত এই জায়গায় পৌঁছনো দারুণ অভিজ্ঞতা।’  

আলকারাজ় যোগ করেছেন, ‘আমি নোভাককে অভিনন্দন জানাতে চাই। তোমার বিরুদ্ধে খেলা অসাধারণ ছিল। ওকে নিয়ে আর কীই বা বলতে পারি? অবিশ্বাস্য। তুমি আমার অনুপ্রেরণা। আমি জন্মে থেকে তোমাকে খেলতে দেখছি। সেই সময়ই তুমি টুর্নামেন্ট জিতছো। তুমি আমার চেয়ে অনেক বেশি ফিট। ছত্রিশই এখন নতুন ছাব্বিশ। তুমি সেটা করে দেখিয়েছো।’

আরও পড়ুন: টানা ব্যর্থতার জের, আরসিবির দায়িত্ব থেকে ছাঁটাই বাঙ্গার-হেসন, বিরাটদের দায়িত্বে এবার কারা ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial