উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ, জারি রইল রাজ্য–রাজ্যপাল সংঘাতের আবহ

সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সেখানে বহু অস্থায়ী উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেছিলেন। আর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। এবার আবার উপাচার্য বদল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। মাত্র ৫৬ দিনের মাথায় সঞ্চারী রায় মুখোপাধ্যায়কে সরিয়ে আইন বিভাগের অধ্যাপক রথীন বন্দ্যোপাধ্যায়কে উপাচার্য করা হল। তারপরই তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করলেন। তবে তিনি অস্থায়ী উপাচার্যের দায়িত্ব পেলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্যের দ্বায়িত্ব নিয়েছিলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়।

এদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর ভারপ্রাপ্ত উপাচার্য পদে তিন দফায় ওমপ্রকাশ মিশ্র দায়িত্ব পেয়েছিলেন। তারপর ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেছিলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। তিনি মাত্র ৫৬ দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলালেন। আচমকাই রাজভবন থেকে রথীন বন্দ্যোপাধ্যায়ের কাছে ইমেলে নির্দেশ আসে। সেই নির্দেশিকায় বলা হয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করতে হবে। তারপরই রথীন বন্দ্যোপাধ্যায় উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।

ঠিক কী বলছেন নয়া উপাচার্য?‌ অন্যদিকে রথীন বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় –এর উপাচার্য হয়েই সুশাসন প্রতিষ্ঠার কথা বললেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘‌অতীতের বিষয় নিয়ে আমি এখন কোনও মন্তব্য করব না। যে দায়িত্বভার আমাকে দেওয়া হল, তা আমি সঠিকভাবে পালন করতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই। অতীতে যাঁরা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কাজ করে গিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমি সম্মান করি। বিশ্ববিদ্যালয়ে সবাইকে আমি সহযোগিতা করব। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহকর্মীদের সকলের সঙ্গে রয়েছি আমি।’‌

আরও পড়ুন:‌ হঠাৎ দিলীপ–সুকান্তকে জরুরি তলব নয়াদিল্লিতে, এমন ডাকের নেপথ্য কারণ কী?‌

সরানো নিয়ে কী বলছেন প্রাক্তন উপাচার্য?‌ পর পর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায়কে। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক গৌতম মজুমদার উপাচার্য হয়েছেন। দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন দেবব্রত মিত্র। এবার বদল করা হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে প্রাক্তন উপাচার্য সঞ্চারী রায় মুখোপাধ্যায় বলেন, ‘‌আমি দীর্ঘ ৩৩ বছর ধরে সুনামের সঙ্গে অধ্যাপনা করছি। কেউ চাইলেই দুই মিনিটে আমার সেই সুনাম নষ্ট করতে পারবে না। তবে আমাকে কেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল তা বলতে পারছি না। আমার কাছে কোনও নোটিশ আসেনি।’‌