Australia Mysterious Object: সমু্দ্রে কী ভেসে এল ওটা! চন্দ্রযানের টুকরো, নাকি কোনও জৈবঅস্ত্র? অস্ট্রেলিয়ার সৈকতে আতঙ্ক

হঠাৎই পশ্চিম অস্ট্রেলিয়ার গ্রিন হেড উপকূলে আতঙ্ক। কারণ ভেসে এক অদ্ভুত ধাতব বস্তু। এর গড়ন কারও চেনা নয়। কী থাকতে পারে কোনও আন্দাজ নেই। ফলে তড়িঘড়ি সৈকতের এই অংশটি ঘিরে ফেলে পুলিশ। সেখানে সাধারণ মানুষকে যেতে বাধা দেওয়া হয়। কিন্তু জিনিসটি আসতে কী?

কেউ কেউ মনে করছেন, এটি ভারত থেকে উৎক্ষেপিত চন্দ্রযান-৩-এর ধ্বংসাবশেষ। পশ্চিম অস্ট্রেলিয়ার জুরিয়েন বে-এর কাছে একটি সৈকতে পাওয়া এই বস্তুটি সম্পর্কে এখনও পর্যন্ত অবশ্য সঠিক ভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সিও কিছু বলতে পারেনি। ভারতীয় মহাকাশ সংস্থাও কোনও মন্তব্য করেনি। তাই এটি নিয়ে রহস্য কাটেনি। 

(আরও পড়ুন: ‘চাঁদ তো দেখাই যায়, ওর লোকেশনও জানা আছে’, ভারতের ‘চন্দ্রযান ৩’ নিয়ে প্রাক্তন পাক মন্ত্রী ফাওয়াদের আজব-মন্তব্য ভাইরাল)

তবে এর পাশাপাশি আরও অনেক দাবি ভেসে আসছে। যেমন কারও কারও মতে, এটি কোনও জৈব অস্ত্র বা বায়ো ওয়েপন হতে পারে। তাতে কি আবার কোনও রোগ ছড়ানোর আশঙ্কা। সেই আশঙ্কায় স্থানীয় লোকজনকে এই রহস্যময় বস্তু থেকে দূরে থাকতে বলা হয়েছে। 

(আরও পড়ুন: মুরগির রক্ত ব্যবহার করে যৌন হেনস্থার ভুয়ো দাবিতে ব্যক্তিকে ফাঁসানোর চেষ্টা মহিলার! গ্যাংয়ের খপ্পরে ৩ কোটি লোপাট)

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বস্তুটি ২ মিটার উঁচু এবং প্রায় ২ মিটার চওড়া। এটিকে রকেটের অংশ বলে মনে করছেন অনেকেই। একের পর এক টুইট বার্তায় অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি বলেছে যে তারা সমুদ্র সৈকতে পাওয়া বস্তু সম্পর্কে অনুসন্ধান করছে। সংস্থাটি টুইট করেছে, ‘আমরা বর্তমানে পশ্চিম অস্ট্রেলিয়ার জুরিয়েন বে-এর কাছে একটি সৈকতে পাওয়া এই বস্তুটি সম্পর্কে অনুসন্ধান করছি। এটি একটি মহাকাশ যানের ভাঙা অংশ হতে পারে। আমরা বিশ্বব্যাপী যোগাযোগ করছি।’

(আরও পড়ুন: বিষে বিষক্ষয়! মশার মধ্যে ব্যাকটেরিয়া ঢুকিয়ে রোখা হচ্ছে ডেঙ্গুর মতো রোগ)

এই ঘটনায় সোশ্যাল মিডিয়াও রীতিমতো উত্তাল। অনেকেই দাবি করেছেন, চন্দ্রযান-৩ উৎক্ষেপনের পরেই যেহেতপ এটা পাওয়া গেল, তাই এটি তারই কোনও অংশ হতে পারে। স্থলে থাকা মানুষজনের নিরাপত্তার কথা ভেবে মহাকাশযানের বুস্টার এবং স্টেজগুলি সমুদ্রে ফেলে দেওয়া হয়। সেই দিক থেকেই মনে করা হচ্ছে, মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই রকেটের বুস্টার ও স্টেজ সমুদ্রে ফেলা হয়েছিল, যা এখন অস্ট্রেলিয়ার এই অংশে ভেসে এসেছে।