Paul Valthaty Announces Retirement From First-Class Cricket Know His Top Records Stats

নয়াদিল্লি: প্রথম শ্রেণির ক্রিকেটকে (First Class Cricket) বিদায় জানালেন পল ভ্যালথাটি (Paul Valthaty)। আইপিএলে যাঁরা নজর রাখেন, তাঁদের কাছে এই নাম একেবারেই নতুন নয়। টুর্নামেন্টে নিজের অভিষেক মরসুমেই শতরান হাঁকিয়েছিলেন। শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটে। কিংস ইলেভেন পঞ্জাবের (এখন পাঞ্জাব কিংস) জার্সিতে খেলতে নেমে সিএসকের বিরুদ্ধে ১২০ রানের ইনিংস খেলেছিলেন ২০১১ মরসুমে। যা তাঁকে লাইমলাইটে এনে দেয়। ২০১৩ সালে পঞ্জাব তাঁকে ছেড়ে দেওয়ার পর রাজস্থান রয়্যালসের জার্সিতেও আইপিএলে খেলেছেন। কিন্তু পরবর্তী সময় নিজেকে আর মেলে ধরতে পারেননি তিনি। অবশেষে আজ ৩৯ বছরের এই ক্রিকেটার অবসরের সিদ্ধান্ত নেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে সেই বিষয়ে জানিয়েওছেন তিনি। উল্লেখ্য, ২০০২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলার সময় চোখে আঘাত পান ভ্যালথাটি। কিউয়ি বোলারের বাউন্সার চোখে লাগে তাঁর। দৃষ্টিশক্তি আংশিকভাবে হারাতে হয় তাঁকে। যদিও তারপরও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে নজর কেড়েছিলেন তিনি। 

নিজের বিবৃতিতে ভ্যালথাটি জানিয়েছেন, ”আমি খুব ভাগ্যবান ও খুব গর্বিতও বটে যে আমার কেরিয়ারে আমি একাধিক দলের হয়ে খেলার সুযোগ পেয়েছি। যা বড় চ্যালেঞ্জ হলেও আমি সবসময় তা উপভোগ করেছি। চ্যালেঞ্জার্স ট্রফিতে ইন্ডিয়া ব্লু, অনুর্ধ্ব ১৯ জাতীয় দল, মুম্বই সিনিয়র দল এবং বিভিন্ন বয়স গ্রুপের দলে খেলেছি। এই সুযোগে আমি বিসিসিআই এবং মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই সবসময় আমার পাশে থাকার জন্য। আমি আইপিএলকেও ধন্যবাদ জানাব। আমি ধন্যবাদ জানাই রাজস্থান রয়্যালস ও পঞ্জাব কিংসকে যারা আমাকে এত বড় সুযোগ করে দিয়েছিল। আর সেই সুযোগ কাজে লাগিয়েই আমি প্রথম মুম্বইয়ের ক্রিকেটার ও চতুর্থ ভারতীয় হিসেবে আইপিএলে শতরান করি।” 

ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। দলে রয়েছেন একজন নবাগত স্পিনারও। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছিল ক্রেইগ ব্রেথওয়েটের দলকে। সেই ম্যাচে অশ্বিন একাই ১২ উইকেট তুলে নিয়েছিলেন। তাই দ্বিতীয় টেস্টে একজন স্পিনার অতিরিক্ত দলে অন্তর্ভূক্তি করাল ক্যারিবিয়ানরা। 

ওয়েস্ট ইন্ডিজ দলে বাকি ১২ সদস্যের জায়গা পরিবর্তন হয়নি। শুধুমাত্র নতুন মুখ হিসেবে ঢুকেছেন কেভিন সিলক্লেয়ার। অলরাউন্ডার রেইমন রেইফারের বদলি হিসেবে দলে এলেন সিনক্লেয়ার। ২৩ বছরের কেভিন ইতিমধ্যেই দেশের জার্সিতে সাতটি ওয়ান ডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। সম্প্রতি বিশ্বকাপের যোগ্য়তা অর্জন পর্বের ম্যাচ খেলা হয়েছিল জিম্বাবোয়েতে। সেখানেও দেশের জার্সিতে নেমেছিলেন কেভিন। তবে টেস্টে প্রথমবার দলে সুযোগ পেলেন।