Rahul and Sonia’s Flight Issue: সনিয়া, রাহুলকে নিয়ে রওনা হওয়া দিল্লিগামী বিমানের আপৎকালীন অবতরণ ভোপালে! কী ঘটেছে?

বেঙ্গালুরুতে হাইভোল্টেজ বিরোধী-বৈঠক শেষ হওয়ার পর দিল্লির উদ্দেশে রওনা দেন সনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। তবে মাঝপথে দিল্লির উদ্দেশে রওনা হওয়া সেই বিমান জরুরি অবতরণ করে ভোপালে। মধ্যপ্রদেশের ভোপালে বেঙ্গালুরু-দিল্লিগামী বিমানের এই জরুরিকালীন অবতরণের নেপথ্য কারণ খারাপ আবহাওয়া। জানা যায়, বিকেলের খারাপ আবহাওয়ার জেরে সনিয়া ও রাহুলের ওই বিমান জরুরি ভিত্তিতে অবতরণ করতে বাধ্য হয়।

দেশের ২৬ টি বিরোধী দল, গত ২ দিন ধরে একত্রিত হয়েছে কংগ্রেস শাসিত কর্ণাটকের বেঙ্গালুরুতে। সেখানে মোদী সরকারকে ২০২৪ লোকসভা ভোটে পর্যুদস্ত করতে বিরোধীরা জোটবদ্ধ হওয়ার সংকল্প নিয়েছে। এই বিরোধী বৈঠকের ডাক দিয়েছিল কংগ্রেস। প্রযুক্তিনগরী বেঙ্গালুরুতে এই বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমেত একাধিক তাবড় নেতা নেত্রীরা হাজির ছিলেন। বৈঠকে সনিয়া গান্ধী থেকে রাহুল, শরদ পাওয়ার থেকে লালু প্রসাদ যাদব, উদ্ধব ঠাকরে থেকে হেমন্ত সোরেন, অখিলেশ যাদবদের এক ফ্রেমে দেখা গিয়েছে। এই হাইভোল্টেজ বৈঠক শেষে এসেছে ‘সাময়িক সংকল্প’ দিয়ে যৌথ বিবৃতি। যেখানে বারবার বিরোধীরা খোঁচা দিয়েছে বিজেপিকে। মণিপুরের হিংসা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে রাজ্যপালের এক্তিয়ার ইস্যুতে তাঁরা সরব হয়েছেন। এছাড়াও জাতিভিত্তিক জনগণনার দাবি তাঁরা তুলেছেন। এই হাইভোল্টেজ বৈঠক কার্যত ২০২৪ লোকসভা ভোটের রণদামামা বাজিয়েছে। এই পরিস্থিতিতে গোটা দেশের নজর রয়েছে এই জোটের দিকে। যেখানে বাংলায় রাজ্যে কংগ্রেস সদ্য পঞ্চায়েত ভোটে তৃণমূল বিরোধিতার রাস্তা নিয়েছিল, সেখানে জাতীয় স্তরে রাহুল ও সনিয়ার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট বৈঠক বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। আর সেই বৈঠক সম্পন্ন করে ফেরার পথেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তাঁর মা সনিয়া গান্ধী বিমান সফরেকালে পড়ে যান খারাপ আবহাওয়াজনিত সমস্যায়। তারফলে শুরু হয় এই সমস্যা।

বিরোধীরা যে জোট গড়েছে তার নাম ‘INDIA’ রাখা হয়েছে। এর পুরো শব্দ বন্ধনী হল- ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স’। কার্যত আঞ্চলিক শক্তিকে সঙ্গে নিয়ে এই বিরোধীজোটে কংগ্রেস অংশ নিয়েছে। এই জোট বৈঠকে বিরোধীদের ২৬ টি পার্টি একত্রিত হয়েছে। এই জোট ঘিরে কার্যত বড়সড় লিটমাস টেস্ট হতে পারে আসন্ন মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোটে। সেখানে আঞ্চলিক রাজনৈতিক শক্তি বা কংগ্রেস নিজের শক্তি নিয়ে কোন অঙ্কে ভোট ময়দানে ঝাঁপাবে সেদিকে তাকিয়ে সকলে।