Top 5 Morning News: দিলীপ বা সুকান্ত হবেন কেন্দ্রের পূর্ণ মন্ত্রী? ইডির হাতে গ্রেফতার ‘তৃণমূল ঘনিষ্ঠ’ ব্যবসায়ী

দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে দিল্লি তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দুই নেতাকেই কেন্দ্রের পূর্ণ মন্ত্রী করা হতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। এদিকে গতকাল গভীর রাতে ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী কৌস্তুভ রায়। সকালের গুরুত্বপূর্ণ পাঁচটি খবরের ওপর একবার চোখ বুলিয়ে নিন। 

‘তৃণমূল ঘনিষ্ঠ’ ব্যবসায়ীকে গ্রেফতার করল ইডি

ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী কৌস্তুভ রায়। দীর্ঘ জেরার পর সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, গতকাল সকালে কৌস্তভকে হাজিরা দিতে বলেছিল ইডি। তবে ব্যবসায়ীর তরফে জানানো হয়, সকালে তিনি হাজিরা দিতে পারবেন না। সেই মতো পরে বিকেল ৪টের সময় তাঁকে তলব করা হয়। সেই মতো তিনি বিকেলে যান ইডির অফিসে। শুরু হয় জেরা। চলে গভীর রাত পর্যন্ত। পরে তাঁকে গ্রেফতার করা হয়। কয়েক মাস আগে তাঁর অফিস এবং বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। সেই সময় বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল।

হেয়ার স্কুল পরিষ্কারে কলকাতা জেলা শিক্ষা দফতরের হস্তক্ষেপ

হেয়ার স্কুলে জমে রয়েছে জঞ্জাল। সেই জঞ্জাল পরিষ্কার করতে পদক্ষেপ করল কলকাতা জেলা শিক্ষা দফতর। এই আবহে দফতরের তরফে তলব করা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। দুই অস্থায়ী সাফাইকর্মী নিয়োগ করে দ্রুত জঞ্জাল পরিষ্কার করতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, স্কুলের তিন জন অস্থায়ী সাফাইকর্মীর মধ্যে দু’জন নেই। অপর একজন যিনি আছেন, তিনি নাকি অনিয়মিত আসেন। পূর্ত দফতরের সাফাইকর্মী কাজ করা বন্ধ করেছেন। এই আবহে পাঁচ নম্বর বরোর চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এক সাফাই কর্মী আনিয়ে কোনও ভাবে কাজ চালাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এই আবহে স্কুল ঠিক ভাবে পপিষ্কার করা যাচ্ছে না।

ধর্মতলার বাস স্ট্যান্ড নিয়ে বৈঠক

ধর্মতলা বাসস্ট্যান্ডের জায়গায় মাল্টি-মডেল পরিবহণ হাব গড়ে তোলা নিয়ে গতকাল এক বৈঠক হয় নবান্নে। রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠকটি হয়। কলকাতা হাই কোর্টের নির্দেশে, সেই বৈঠকে হাজির ছিল সংশ্লিষ্ট সব পক্ষ। রাজ্য পরিবহণ দফতর, রাজ্য পরিবহণ নিগম, রাজ্য পূর্ত দফতর, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, রেল বিকাশ নিগম লিমিটেড ছাড়াও সেনাবাহিনীর প্রতিনিধি ছিলেন বৈঠকে।

নয়া অস্থায়ী উপাচার্য নিয়োগ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করা হল বিশ্ববিদ্যালয়ের কলা, বাণিজ্য এবং আইন বিভাগের ডিন রথীন বন্দ্যোপাধ্যায়কে। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের অফিস থেকে রথীন বাবুকে মেল মারফত দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়। এরপরই তিনি কাজে যোগ দেন। এর আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ছিলেন সঞ্চারী রায়। এদিকে সঞ্চারী রায়ের অভিযোগ, তাঁকে পদ থেকে সরানোর বিষয়ে কিছু জানানো হয়নি।

দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করা নিয়ে জল্পনা

গত লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন। তবে এরপর থেকে বাংলায় বিজেপির পায়ের তলার জমি সরেছে একটু একটু করে। বিধানসভা নির্বাচনে ১০০-র গণ্ডি পার করতে পারেনি দল। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে গতবারের অনেক জেতা আসন হারাতে হয়েছে। এরই মাঝে দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারকে দিল্লিতে তলব করা হয়েছে। যা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে দিলীপ ও সুকান্তকে পূর্ণ মন্ত্রী করতে পারে দল। এর আগে একাধিক জন প্রতিমন্ত্রী হয়েছেন। তবে বাংলার কোনও সাংসদকে বিজেপি পূর্ণ মন্ত্রী করেনি। তবে লোকসভা ভোটের আগে মানুষের মন জয় করতে এই ছক কষতে পারে দিল্লির নেতারা।