Tourist beaten in Agra: আগ্রায় পর্যটককে মারধর, যোগী রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি থেকে আগ্রায় বেড়াতে আসা এক পর্যটককে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে ওই পর্যটককে লাঠি, রড দিয়ে মারধর করতে দেখা গিয়েছে। একটি দোকানের ভিতরে ওই পর্যটককে মারধর করা হয়েছে। প্রায় ১০ জনের বেশি যুবক আচমকা ওই পর্যটকের ওপর হামলা চালায়।    বেশ কয়েকজন টুইটার ব্যবহারকারী ভিডিয়োটি ইউপি পুলিশকে ট্যাগ করে শেয়ার করেছেন এবং তাজগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করেছে। অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এই বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেস যোগী সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছে। 

আরও পড়ুন: খাস কলকাতায় অটিজম আক্রান্ত যুবককে রাস্তায় মারধর, অভিযুক্তদের ধরতে ব্যর্থ পুলিশ

ঘটনাটি সোমবার ঘটেছে। জানা গিয়েছে, ওই পর্যটক নয়া দিল্লির বাসিন্দা। সেখান থেকে এক গাড়িতে করে আগ্রার তাজমহল দেখতে এসেছিলেন। সেই সময় তাজগঞ্জের বাসাই চৌকি এলাকায় তাঁর গাড়ির সঙ্গে সামান্য আঘাত লাগে ওই যুবকদের গাড়ির। সেই অভিযোগে, প্রায় দেড় ডজন যুবক লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এদিকে, ওই পর্যটক নিজেকে বাঁচাতে পাশের একটি দোকানে প্রবেশ করলেও অভিযুক্তরা তাঁর পিছু ছাড়েনি। পর্যটকদের পিছু ধাওয়া করে দোকানে ঢুকে গিয়ে অভিযুক্তরা লাঠি, রড দিয়ে পর্যটকের ওপর হামলা চালায়। পর্যটককে মারধরের পুরো ঘটনাটি দোকানের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তাতে দেখা যায় একাধিক যুবক পর্যটককে ঘিরে ধরে মারধর করেছে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এরপর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতারের জন্য তিনটি দল গঠন করেছে পুলিশ।

এই ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। এই ঘটনা নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যোগী সরকারকে নিশানা করেছে কংগ্রেস। দলের তরফে টুইট করা হয়েছে, ‘দিল্লি থেকে আগত এক পর্যটককে আগ্রায় প্রায় দেড় ডজন গুন্ডা নির্মমভাবে মারধর করেছে। উত্তরপ্রদেশ বা আগ্রায় বেড়াতে আসা লোকজনকে এভাবেই স্বাগত জানানো হয়। উত্তরপ্রদেশ সরকার এবং আগ্রা প্রশাসনের কি করা উচিত? এখানে তাজমহলের সঙ্গে আশ্চর্যজনক লড়াইও পাওয়া যায়.. ! আপনি যদি আপনার জীবনের ঝুঁকি নিতে চান তবে ঘুরে আসুন, নইলে ছেড়ে দিন দেশের সামনে আইনশৃঙ্খলার কী সুন্দর চিত্র তৈরি হচ্ছে, তাই না! বাহ।’ ভিডিয়োটির প্রতিক্রিয়ায় পুলিশ টুইটারে জানিয়েছে, তারা এই ঘটনায় ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের খোঁজ চলছে।