Transport hub in Dharmatala: দূষণ ও যানজট রোধে ধর্মতলায় হবে ট্রান্সপোর্ট হাব, তিন মাসে আসবে মাস্টারপ্ল্যান

ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে বাঁচানোর জন্য ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবি তুলেছিলেন পরিবেশ কর্মীরা। সে সংক্রান্ত মামলায় ধর্মতলা থেকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেই ধর্মতলায় দূষণ এবং যানজট রুখতে তাৎপর হয়েছে রাজ্য সরকার। সেখানে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব তৈরি করতে চাইছে রাজ্য সরকার। তার জন্য মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ১২ বছর আগে সুপ্রিম নির্দেশ, এবার সাঁতরাগাছিতে ধর্মতলা বাসস্ট্যান্ড সরানোর ভাবনা

নবান্ন সূত্রের খবর, এই মাস্টার প্ল্যান তৈরি হতে সময় লাগবে তিন মাস। রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি বৈঠক ডাকা হয়েছিল। সেই বৈঠকে পরিবহণ দফতর, পূর্ত, পরিবেশ, বিদ্যুৎসহ আটটি দফতরের সচিবরা উপস্থিত ছিলেন। পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার, মেট্রো, কেএমআরসিএল এবং আরভিএনএলের প্রতিনিধি ও সেনাকর্তারা উপস্থিত ছিলেন। সব দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটি ট্রান্সপোর্ট হাব তৈরির বিষয় নিয়ে আলোচনা করবে।

এর আগে রাজ্য সরকার আদালতে জানিয়েছিল, সাঁতরাগাছিতে ধর্মতলার বাস স্ট্যান্ড সরানোর পরিকল্পনা রয়েছে। যদিও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই কমিটি বৈঠক করে ঠিক করবে কোথায় বাস স্ট্যান্ড সরানো হবে। এদিকে, আগামী দিনে তিনটি মেট্রো রুটের জংশন স্টেশন হতে চলেছে এসপ্লানেড। এরফলে সেখানে মানুষের যাতায়াতের সঙ্গে যানবাহনের যাতায়াত বাড়বে। ফলে দূষণও বাড়বে। তা রোধ করার জন্য এই হাব তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই মাস্টার প্ল্যান তৈরি করছে রাইটস। জানা গিয়েছে, ২০১৬ সালে একটি মাষ্টারপ্ল্যান তৈরি করেছিল রাইটস। সেই প্ল্যানটি আপডেট করা হচ্ছে। এ বিষয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, ধর্মতলা বাসস্ট্যান্ডকে অন্যত্র সরানোর বিষয়টি আলোচনা করে দেখবে এই কমিটি। তাছাড়া, ট্রান্সপোর্ট হাব নিয়ে রাইটসকে তিন মাসের মধ্যে মাস্টারপ্ল্যান জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ভিক্টোরিয়া স্মৃতিসৌধকে বাঁচানোর জন্য ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর দাবি তুলেছিলেন পরিবেশ কর্মীরা। সেই দাবির প্রেক্ষিতে তাঁরা কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। পরে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত ধর্মতলা থেকে বাস স্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছিল। ১২ বছর হয়ে যাওয়ার পরে সেই নির্দেশ কার্যকর হয়নি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে পুনরায় মামলা দায়ের করেন পরিবেশ কর্মী সুভাষ দত্ত। সেই মামলায় ধর্মতলা থেকে রাজ্যকে বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।