Bangla Jokes Collection: হাসত কোনও বারণ নেই! প্রাণভরে হাসুন এখনই, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস

১। বাজার করে ফিরছিলেন এক লোক, পথে প্রতিবেশীর সঙ্গে দেখা।

ব্যক্তি: বুঝলেন দাদা, এ দেশে আর থাকা যাবে না। মানুষ এত অসৎ, তরকারিওয়ালা আমাকে একটা জাল ১০০ টাকার নোট গছিয়ে দিয়েছিল।

প্রতিবেশী: কই, নোটটা দেখি।

ব্যক্তি: এখন আর সঙ্গে নাই। একটা মুদির দোকানে চালিয়ে দিয়ে এলাম।

(আরও পড়ুন: ওরে বাবা, কী প্রচণ্ড হাসি পাচ্ছে! আপনিও হাসতে চান? পড়ুন দিনের সেরা ৫ জোকস)

২। পল্টু: এখানে চুল কাটাতে কত টাকা লাগে?

নাপিত: ৪০ টাকা।

পল্টু: আর শেভ করতে?

নাপিত: ২০ টাকা।

পল্টু: আমার মাথাটা একটু শেভ করে দিন!

(আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! আনন্দে কাটুক গোটা দিন)

৩। রোগী: ডাক্তারবাবুব, আমাকে মৌমাছি কামড় দিয়েছে। খুব ব্যথা হচ্ছে। কিছু একটা করুন।

চিকিৎসক: ভয় পাবেন না। চিন্তার কিছু নেই। আমি একটা মলম লাগিয়ে দিচ্ছি।

রোগী: কিন্তু মলম লাগাবেন কীভাবে? মৌমাছি তো এতক্ষণে অনেক দূরে চলে গিয়েছে!

চিকিৎসক: মৌমাছির ওপর না। মলম লাগাব যেখানে কামড় দিয়েছে সেখানে।

রোগী: আচ্ছা, তাহলে আপনাকে আমার বাগানে যেতে হবে, আমগাছের নিচে। মৌমাছিটি সেখানে বসেই কামড়টা দিয়েছে!

চিকিৎসক: ওরে বোকা! আমি তোমার শরীরের যেখানে কামড় দিয়েছে সেখানে মলম লাগাব।

রোগী: ও! আঙুল, আঙুল! কামড় দিয়েছে আঙুলের মাথায়।

চিকিৎসক: কোনটা?

রোগী: সেটা তো আমি ঠিক বলতে পারব না। ওখানে অনেক মৌমাছি ছিল। আর সব দেখতে একই রকম।

(আরও পড়ুন: হাসতে হাসতে লুটিয়ে পড়তে পারেন! এত হাসার জন্য পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)

৪। শুভ আর শ্যামল দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে।

শুভ: জানিস, প্রতিদিন সকালে ৫০ জন মেয়ে আমাকে দেখার অপেক্ষায় থাকে!

শ্যামল: বলিস কী? ইশ্! আমার যদি এমন সৌভাগ্য হতো!

শুভ: সমস্যা কী? তুইও আমার মতো মেয়েদের কলেজ বাসের ড্রাইভার হয়ে যা!

(আরও পড়ুন: রবিবার সকালে হাসুন প্রাণভরে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)

৫। স্বামী-স্ত্রীর ছোট সংসারে হঠাৎ করে অতিথি এসে হাজির। যাওয়ার নাম নেই। তখন স্বামী-স্ত্রী যুক্তি করল তারা ঝগড়ার অভিনয় করবে। তাই শুরু হল-হুলস্থুল কাণ্ড। এই দেখে অতিথি বাক্মপেঁটরা গুছিয়ে পালাল।

স্বামী: হাঃ হাঃ! কাজ হয়েছে। এই তোমার লাগেনি তো? মিথ্যে মারছিলাম ।

স্ত্রী: না, আমিও মিথ্যে মিথ্যে কাঁদছিলাম। এ সময় দরজা দিয়ে অতিথিকে ফের বাক্সপেঁটরা নিয়ে ঢুকতে দেখা গেল।

স্বামী-স্ত্রী: আপনি ?

অতিথি: আরে আমিও কি সত্যি সত্যি চলে গিয়েছিলাম? মিথ্যে মিথ্যে অভিনয় করলাম তোমাদের মতো হাঃ হাঃ!