Reverse Ageing Cocktail: ছিলেন ৪০ বছরে, এক হপ্তা পর বয়স হল ২০! বয়স কমানোর রাস্তা নাকি পেয়েছেন বিজ্ঞানীরা

মাত্র এক সপ্তাহ। আর তাতেই এক লপ্তে অনেক খানি বয়স কমে যেতে পারে। এমন আজব কথা শুনলে কারও পক্ষেই বিশ্বাস করা সম্ভব নয়। কিন্তু ঠিক এটিই নাকি ঘটিয়ে ফেলেছেন কয়েক জন বিজ্ঞানী। তাঁরা এবার বয়সের চাকা উলটো দিকে ঘুরিয়ে দিতে পারবেন। বিষয়টি ঠিক কী?

হালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েক জন বিজ্ঞানী দাবি করেছেন, তাঁরা এমন এক রাসায়নিক ককটেল তৈরি করতে পেরেছেন, যা বয়সের চাকা উলটো দিকে ঘুরিয়ে দেয়। একটি বিশেষ ট্যাবলেটের সঙ্গে মিশিয়ে এটি খেয়ে নিলেই কেল্লাফতে। হু হু করে বয়স কমে যাবে। 

(আরও পড়ুন: সমু্দ্রে কী ভেসে এল ওটা! চন্দ্রযানের টুকরো, নাকি কোনও জৈবঅস্ত্র? অস্ট্রেলিয়ার সৈকতে আতঙ্ক)

ইতিমধ্যেই ইঁদুরের উপর এই পরীক্ষা করে তাঁরা সাফল্য পেয়েছেন বলেও জানিয়েছেন। মানুষের ত্বকের উপরেও পরীক্ষা করা হয়েছে। দেখা গিয়েছে, বয়সের ছাপ কমছে। এমনই দাবি করেছেন পরীক্ষক বিজ্ঞানীরা। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের বায়োলজিস্ট চিকিৎসক ডেভিড সিনক্লেয়ার এই পরীক্ষার অন্যতম হোতা। তিনি দাবি করেছেন, তাঁরা যে রাসায়নিক ককটেল তৈরি করেছেন, সেটি দারুণ ভাবে কাজ করছে। এবং আগামী দিনে এটি মানুষের কাজে লাগতে পারে। এটি মানুষ-সহ বহু প্রাণীরই বয়স কমিয়ে দিতে পারে বলে দাবি করেছেন তিনি।

কিন্তু কী বলছেন অন্য বিজ্ঞানীরা? বড় অংশের বিজ্ঞানীদের মত, এটি এক ধরনের হুজুগ ছাড়া আর কিছুই নয়। এমনকী এই তালিকায় রয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েরই কয়েক জন বিজ্ঞানী। তাঁদের মত, আসলে বয়সের চাকা উলটো দিকে ঘোরার মতো কোনও ঘটনাই ঘটবে না। বিষয়টি নিয়ে এখনই বাড়াবাড়ি হচ্ছে। 

ইতিমধ্যেই ‘এজিং’ নামক জার্নালে এই ককটেল নিয়ে একটি লেখা প্রকাশিত হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, শরীরের কোষের বয়স কমাতে পারে এই ককটেল। আর সেই কারণেই এটি মানুষ খেলে, তাঁর শরীরে বয়সের ছাপ কমতে শুরু করবে। এবং সেটি হতে খুব বেশি দিনও লাগবে না। মাত্র এক সপ্তাহেই নাকি হাত নাতে ফল পাওয়া যাবে। এমনই দাবি করেছেন বিজ্ঞানীরা। 

তবে বিষয়টি আদৌ কতটা যুক্তিসঙ্গত এবং এর মধ্যে কতটা হুজুগের পরিমাণ রয়েছে, তা টের পেতে সময় লাগবে আরও কিছু দিন। এক অংশের বিশেষজ্ঞের মত, এঠি বাজারে এলে তা কেনার জন্য ব্যাপক মাত্রায় হুড়োহুড়ি শুরু হবে। সেখান থেকেই মুনাফার গল্প আসবে। তাই এই সব কথা প্রচার করা হচ্ছে। আসল উদ্দেশ্য হল টাকা রোজগার।