Fact Check: প্রথমে TMCই, পুনর্নির্বাচনেও তলানিতে CPIM, ভাইরাল তালিকা খারিজ করে জানাল কমিশন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পুবর্নির্বাচনের ফল ভুয়ো। এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন। ওই তালিকায় থাকা সমস্ত পরিসংখ্যানই ভুয়ো বলে জানিয়েছে কমিশন। ভাইরাল তালিকায় পুনর্নির্বাচনে সিপিএম সব থেকে বেশি আসন পেয়েছে দেখানো হলেও বাস্তবে সিপিএম চতুর্থ স্থানে রয়েছে বলে জানিয়েছে কমিশন।

দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি তালিকা। বিশেষ করে বামপন্থী ও বামমনস্করা সেই তালিকা শেয়ার করেন। তাতে লেখা রয়েছে, যে ৬৯৬টি পঞ্চায়েত সিটে পুনর্নির্বাচন গয়েছে তার ফলাফল কোনও মিডিয়া বলছে না। ফলাফলটা জানুন। এর পর একটি একটি তালিকা করে লেখা রয়েছে বাম = ৩৮০, কংগ্রেস = ১২২, বিজেপি = ৯১, তৃণমূল = ৬৫, আইএসএফ ও অন্যান্য ৩৮.

তবে কমিশনের তরফে সোমবার জানানো হয়েছে। সেই তালিকায় দেওয়া সমস্ত তথ্যই ভুল। গত সোমবার যে ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়েছে তাতে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৪৭০টি আসন। বিজেপি পেয়েছে ১০৩টি আসন। কংগ্রেস পেয়েছে ৯১টি আসন। আর ৬২টি আসনে। অর্থাৎ মোট আসনের ১০ শতাংশেরও কম আসনে জিতেছে তারা।

ভুয়ো তালিকায় কোনও রাজনৈতিক দল, সংগঠন বা ব্যক্তির নাম নেই। ফলে তালিকাটি কারা তৈরি করেছে তা বোঝা যাচ্ছে না। এই তালিকা নিয়ে বাম নেতারাও কোনও মন্তব্য করেননি। তাদের দাবি, দলের কোনও সোশ্যাল মিডিয়া পেইজে এই তালিকা প্রকাশিত হয়নি। তবে পুনর্নির্বাচনের ফল নিয়ে তাদের বক্তব্য, গোটা রাজ্যটাই যখন দুষ্কৃতীদের দখলে পুনর্নির্বাচনের ফল তেমন কিছু বদলানো সম্ভব নয়।