এক সময় তাঁর শপথে হাজির ছিলেন মমতা-সোনিয়ারা, সেই কুমারস্বামীই জানালেন তাঁর দল JDS থাকছে BJPর সঙ্গে! ডঙ্কা বাজল ভোটের

তাঁর শহর বেঙ্গালুরুতে সদ্য হয়ে গিয়েছে বিরোধী শিবিরের ২৬ টি দলের বৈঠক। যে বেঙ্গালুুরু শহরে কয়েক বছর আগে তাঁরই মুখ্যমন্ত্রী পদে শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা থেকে সোনিয়ারা। কথা হচ্ছে, জেডিএস নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর। এরপর জাতীয় রাজনীতিতে বহু সমীকরণ পাল্টেছে, পাল্টেছে জেডিএসের এগোনোর অঙ্কও। সদ্য বিরোধী বৈঠকের পর কার্যত লোকসভা ভোটের নিরিখে স্পষ্ট হয়ে গিয়েছে রাজনৈতিক শিবিরভাগ। এই প্রেক্ষাপটে এককালে বিরোধী কংগ্রেসের সঙ্গে থাকা জেডিএস জানিয়ে দিল তারা আসন্ন ২০২৪ লোকসভা ভোটে লড়বে বিজেপির সঙ্গে।

এইচডি দেবগৌড়ার পুত্র এইচডি কুমারস্বামী জানিয়েছেন ২০২৪ লোকসভা ভোটে তাঁরা এনডিএ শিবিরে থাকছেন। শুক্রবার কুমারস্বামী জানিয়ে দিলেন যে, তাঁর দল জেডিএস এবার কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন। দলের সিদ্ধান্ত নিয়ে কুমারস্বামী জানানোর পরই তিনি বলেন, সংসদীয় ভোট নিয়ে এখনও  কথা বলার সময় বাকি আছে। আর সেই কারণেই তিনি এই বিষয়ে মুখ খুলেছেন খুব সাবধানেই। সদ্য বৃহস্পতিবার জেডিএসের সংসদীয় বৈঠকে কী আলোচনা হয়েছে, তা নিয়ে প্রশ্ন যায় কুমারস্বামীর কাছে। সেই বৈঠকে পার্টিক প্রধান দেবগৌড়া উপস্থিত ছিলেন। তিনি যোগ দিতেই এই বৈঠক ঘিরে বেড়ে যায় গুরুত্ব। আভাস আগেই উঠে আসছিল যে জেডিএস সম্ভবত মোদী শিবিরের দিকে ঝুঁকে যেতে পারে। বৈঠকের আলোচনা প্রসঙ্গে কুমারস্বামী বলেন, ‘ আমি ইতিমধ্যেই বিধানসভার ভিতরে এবং বাইরে বলেছি, যেহেতু বিজেপি এবং জেডিএস উভয়ই বিরোধী দল, তাই রাজ্যের স্বার্থে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকালেও আমাদের দলের বিধায়করা আলোচনা করেছেন কীভাবে এগিয়ে যাওয়া যায়।’ উল্লেখ্য, কর্ণাটক বিধানসভায় ভোটের বহু আগেই কংগ্রেসের ‘হাত’ ছেড়েছে জেডিএস। ফলে এককালের শরিকের বিরোধী দল বর্তমানে তারা।

( ‘আমি দেশের জন্য লড়েছি কিন্তু স্ত্রীকে রক্ষা করতে পারিনি’, মণিপুরের নির্যাতিতার স্বামী প্রাক্তন সেনা কর্মী যা বললেন)

উল্লেখ্য, গত মে মাসে সম্পন্ন হয়েছে কর্ণাটকের বিধানসভা ভোট। সেখানে ২২৪ আসনের মধ্যে কংগ্রেস ১৩৫ টি, বিজেপি ৬৬ ও জেডিএস পেয়েছে ১৯ টি আসন। কন্নড়ভূমের এই অঙ্কের নিরিখে বর্তমানে জেডিএসের পদক্ষেপ বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। যদিও জেডিএস নেতা কুমারস্বামী বললেন ‘এখনও ১১ মাস বাকি রয়েছে লোকসভা ভোটের। ..দেবগৌড়া আমাকেই যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দায়িত্ব দিয়েছেন। ’