Murshidabad News: ‘আর নেই দরকার, বিজেপির সরকার,’গেরুয়া শিবিরের বিক্ষোভে উঠল স্লোগান, লজ্জায় লাল হলেন নেতা

বিজেপির মিছিল। স্থান মুর্শিদাবাদ। আরও স্পষ্ট করে বললে মুর্শিদাবাদ জেলার নগর এলাকার খড়গ্রাম বিডিও অফিসের সামনে বিজেপির প্রতিবাদ মিছিল। উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির এসসি এসটি মোর্চার সভাপতি আদিত্য মল্লিকের নেতৃত্বে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। এমন সময়ই উঠল স্লোগান। আর নেই দরকার, বিজেপির সরকার। ঠিকই পড়ছেন, বিজেপির বিক্ষোভে স্লোগান উঠল, আর নেই দরকার, বিজেপির সরকার।

মুহূর্তের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায়। চরম অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। ঘটনাটা ঠিক কী হয়েছে?

সূত্রের খবর, এদিন মাইকে করে স্লোগান দিচ্ছিলেন বিজেপির নেতা কর্মীরা। সেই সময় মাইকে বলা হয় বিজেপি জিন্দাবাদ। বাকিরা সমস্বরে চিৎকার করছেন জিন্দাবাদ, জিন্দাবাদ। এরপর মাইকে নেতা সুর ধরেন, আর নেই দরকার। একেবারে সামনের সারিতে থাকা এক যুবক মাইকে বলে ওঠেন, বিজেপির সরকার। অর্থাৎ আর নেই দরকার, বিজেপির সরকার। তবে পুরোটা বলার আগেই ভুলটা বুঝে ফেলেন ওই বিজেপি নেতা। দ্রুত সংশোধন করে দেওয়া হয়। এরপর বলা হয় আর নেই দরকার, স্বার্থান্বেষি সরকার। তবে ভুল বলেই অবশ্য জিভ কেটে নেন ওই বিজেপি কর্মী।

তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকের মতে, আসলে ওই যুবক নব্য় বিজেপি। তিনি সম্ভবত আগে অন্য দলে ছিলেন। তবে পুরানো অভ্যাস থেকে গিয়েছে। সেকারণে গায়ে গেরুয়া পাঞ্জাবি চাপালেও পুরানো অভ্যাসটা ছাড়তে পারেননি। বলেই ফেললেন আর নেই দরকার। বিজেপির সরকার। তারপর ওই ভাবগম্ভীর বিক্ষোভের মধ্য়েই হাসি চাপতে পারেননি অনেকেই।