Inter Miami Signs Lionel Messi, Sergio Busquets’ Former Teammate Jordi Alba

ফ্লোরিডা: ট্রান্সফার উইন্ডোর শুরুতেই লিওনেল মেসিকে সই করিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামি (Inter Miami)। তারপরে গত মরশুমের বার্সেলোনা অধিনায়ক সার্জিও বুস্কেতসকেও সই করিয়েছে মেজর লিগ সকারে খেলা ক্লাবটি। এবার ফের চমক। মেসি, বুস্কেতসের প্রাক্তন বার্সেলোনা সতীর্থ জর্দি আলবাকেও (Jordi Alba) দলে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

গত মরশুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন আলবা। এবার স্পেনের তারকা লেফট ব্যাককে এক বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইন্টার মায়ামি। সদ্যই আলবাকে সই করানোর কথা সরকারিভাবে ইন্টার মায়ামির তরফে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয়। আলবাকে প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে সই করা হলেও, তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে চুক্তি আরও এক বছর বাড়ানোর বিকল্প রয়েছে।

স্পোর্টিং ডিরেক্টর ক্রিস হেন্ডারসন আলবাকে সই করানোর বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘জর্দি একজন অভিজ্ঞ, প্রতিষ্ঠিত খেলোয়াড়, যাকে দলে নিতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওঁ নিঃসন্দেহে আমাদের দলের শক্তি বাড়াবে। ওঁ এক দশকেরও বেশি সময় ধরে নিজের ডিফেন্স করার পাশাপাশি আক্রমণ করার দক্ষতার মাধ্যমে  প্রমাণ করেছে যে ওঁ বিশ্বের অন্যতম সেরা ফুলব্যাক। আমরা জানি আসন্ন মরশুমে এবং ভবিষ্যতে ওঁ ইন্টার মায়ামিকে ক্লাবের নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে।’

 

প্রসঙ্গত, আলবার এখনও ইন্টার মায়ামির হয়ে আত্মপ্রকাশ ঘটানোয় সময় রয়েছে। তবে মেসি এবং বুস্কেতস কিন্তু ইতিমধ্যেই নতুন ক্লাবের হয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আত্মপ্রকাশ ঘটিয়েছেন। দুই কিংবদন্তি ফুটবলারকে কবে মার্কিন ক্লাবের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে, সেই প্রহর গুনছেন অনুরাগীরা। অবশেষে তাঁদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। শনিবারই, ২২ জুলাই মাঠে নামছেন মেসি।

নতুন ক্লাবের হয়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্তাইন ফুটবলার। ‘এলএম১০’র অনুশীলনের বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় ইন্টার মায়ামির তরফে পোস্ট করা হয়েছে। ডেভিড বেকহ্যামের মালিকাধীন ইন্টার মায়ামি নিজেদের পরের ম্যাচে লিগস কাপে ক্রুজ আজু়লের মুখোমুখি হবে। সেই ম্যাচেই সম্ভবত মেসি প্রথমবার ইন্টার মায়ামির জার্সি গায়ে মাঠে নামবেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম