নিজেকে মানসিক রোগী বলে দাবি করলেন শেখ নুর আমিন, মানতে নারাজ পুলিশ

নিজেকে মানসিক রোগী বলে দাবি করলেন মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অস্ত্র ও মাদকসহ ধৃত শেখ নুর আমিন। কলকাতা পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে। তবে তাঁর দাবি মানতে নারাজ পুলিশ আধিকারিকরা। তাঁরা অভিযুক্তের মানসিক রোগের চিকিৎসার সমস্ত নথি খতিয়ে দেখছেন। এমনকী যে চিকিৎসকের অধীনে ছিলেন অভিযুক্ত তাঁকেও জেরা করার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।

কালীঘাট থানা সূত্রে জানা গিয়েছে, নুর আমিনের কাছ থেকে একাধিক কেন্দ্রীয় সংস্থার জাল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে একটি ভোজালি ও একটি নাইন এমএম পিস্তল। এছাড়া একটি গাঁজা সাজা কলকে পাওয়া গিয়েছে তাঁর থেকে।

শুক্রবার নুর আমিনকে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারী। জেরায় নানা রকম বিভ্রান্তিকর কথা বলে সে। তদন্তকারীরা জানাচ্ছেন, জেরায় সে নিজেকে মানসিক রোগী বলে দাবি করেছে। জানিয়েছে কলকাতার রবীন্দ্র সদন চত্বরে একটি ক্লিনিকে তাঁর চিকিৎসা চলছে। তবে তাঁর দাবি মানতে নারাজ তদন্তকারীরা। কারণ, ২১ জুলাই নিজে গাড়ি চালিয়ে অস্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা কোনও মানসিক রোগীর হতে পারে না বলে মনে করছেন তাঁরা। নুর আমিনের একটি চারচাকা গাড়ি ছাড়াও একটি রয়্যাল এনফিল্ড মোটর সাইকেল রয়েছে। নুর আমিনের দাবি খতিয়ে দেখতে তাঁর চিকিৎসককে জেরার প্রস্তুতি নিচ্ছেন তদন্তকারীরা।

শনিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। তাঁকে জেরা করে রহস্যভেদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা।

ওদিকে ধৃতের বাড়ি মেদিনীপুরের কোতয়ালি থানা এলাকার আলিগঞ্জে বলে জানা গিয়েছে। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ডেও তার উল্লেখ রয়েছে।