মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিতে গিয়েছিলাম, জেরায় বললেন ‘নিজেকে পুলিশ ভাবা’ নুর আমিন

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে অস্ত্র ও মাদকসহ গ্রেফতারির পর থেকেই নানা রকম বিভ্রান্তিকর দাবি করে আসছেন নুর আমিন। শনিবার জেরার সময় তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপদ থেকে বাঁচাতেই কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ঘোরাঘুরি করছিল সে। এমনকী নুর আমিনের এক মহিলা সঙ্গীরও খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। উদ্ধার হয়েছে আরও কয়েকটি অস্ত্র।

শনিবার ধৃত নুর আমিনকে আলিপুর আদালতে পেশ করার আগে বেশ কয়েক ঘণ্টা জেরা করেন গোয়েন্দারা। জেরায় ধৃত জানিয়েছে, নিজেকে পুলিশ আধিকারিক বলে ভাবতে তার ভালো লাগে। নিজেকে পুলিশ বলে বেশ কয়েক মাস ধরে কলকাতায় প্রচার করেছে সে। এমনকী পুলিশের পোশাক থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম তাঁর কাছে রয়েছে। রয়েছে পরিচয়পত্র। ২১ জুলাই মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতে সে কালীঘাটে পৌঁছে গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত নুর আমিনের গাড়িতে তল্লাশি চালিয়ে ফ্লোর ম্যাটের তলা থেকে আরও ১টি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে।

তদন্তে ধৃত আরও জানিয়েছে, কলকাতা তাঁর এক মহিলা ব্যবসায়িক সঙ্গী রয়েছেন। সেই মহিলার সঙ্গে নুর আমিনের ঠিক কী সম্পর্ক তা জানতে তাঁকে জেরা করতে পারে লালবাজার।

শনিবার কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, ধৃত নুর আমিন নিজেকে মানসিক রোগী বলে দাবি করেছে। তবে তা মানতে নারাজ গোয়েন্দারা। তাঁর চিকিৎসা চলছে বলে দাবি করে রবীন্দ্রসদন চত্বরের এক ক্লিনিকের নথি পেশ করেছে সে। সেই ক্লিনিকের চিকিৎসকের সঙ্গে কথা বলতে চান গোয়েন্দারা। সব মিলিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে শেখ নুর আমিনের গ্রেফতারি রহস্য।