Chirag | Korea Open 2023: খেতাব জেতাটাই তাঁদের অভ্যাস, এবার কোরিয়া জিতলেন দেশের দুই কৃতী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও একটি রবিবার, আরও একটি ফাইনাল। এবং শেষে খেতাব জিতে দেশের মুখ বিশ্বমঞ্চে উজ্জ্বল করা। এই কাজটাকেই কার্যত অভ্যাসে পরিণত করে ফেলেছেন দেশের দুই তারকা ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি (Satwik Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। রবিবাসরীয় দুপুরে পেশাদার ব্যাডমিন্টন সার্কিটে পুরুষদের ডবলসে ফের ভারতকে বড় খেতাবি সাফল্য এনে দিলেন সাত্ত্বিক-চিরাগ (Satwik-Chirag)। ইন্দোনেশিয়ার পর এবার দক্ষিণ কোরিয়া জিতে নিলেন তাঁরা। রবিবাসরীয় ফাইনালে সাত্ত্বিক-চিরাগ, বিশ্বের এক নম্বর ও টুর্নামেন্টের শীর্ষ বাছাই ফাজার আলফিয়ান-মহম্মদ রিয়ান আরদিয়ান্তো (Fajar Alfian and Muhammad Rian Ardianto) ১৭-২১, ২১-১৩, ২১-১৪ ব্যবধানে হারিয়ে জিতে নিলেন কোরিয়া ওপেন ( Korea Open 2023)। 

আরও পড়ুন: Asian Games 2023: এশিয়াড খেলবে ভারত! অপেক্ষা সবুজ সংকেতের, দলে এই তিন মহানক্ষত্র

প্রথম গেমে হারের পরেও দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়ে শেষ হাসি হেসেছেন সাত্বিক-চিরাগরা। ইন্দোনেশিয়ার তারকা জুটির বিরুদ্ধে ফাইনালে বাজিমাত স্যাটচি জুটির। চলতি বছর সাত্বিক-চিরাগদের ঝুলিতে চলে এল তৃতীয় খেতাব। সুইস ওপেন, ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ ও ইন্দোনেশিয়া ওপেন জিতে ফেললেন বিশ্বের তিন নম্বর জুটি। গত এপ্রিলে দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ সোনা জিতেছিলেন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে। তারপর ইন্দোনেশিয়া ওপেন জিতে ইতিহাস লিখেছিলেন তাঁরা।দেশের প্রথম ডাবলস জুটি হিসেবে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ ব্যাডমিন্টন সুপার ১০০০ ইভেন্ট জিতে গলায় ঝুলিয়ে ছিলেন স্বর্ণপদক।   ইন্দোনেশিয়া ওপেন জয় ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ বিউব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ছ’টি লেভেলে বিভক্ত। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস, ফোর সুপার ১০০০, সিক্স সুপার ৭৫০, সেভেন সুপার ৫০০ ও ইলেভেন সুপার ৩০০। বিডব্লিউ ট্যুর সুপার ১০০০ অন্য ক্যাটেগরিতে পড়ে। যা ব়্যাঙ্কিং পয়েন্টসের ওপর। প্রতিটি টুর্নামেন্টেই ব়্যাঙ্কিং পয়েন্টস ও পুরস্কারমূল্য আলাদা। তবে সুপার ১০০০ লেভেলে সবচেয়ে বেশি পয়েন্ট রয়েছে। সর্বাধিক পুরস্কারমূল্য এখানেই। গতবছর কমনওয়েলথে সোনা ও বিশ্বচ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ছিল সাত্ত্বিকসাইরাজ-চিরাগের।

আরও পড়ুন: WATCH | Lionel Messi: গোলাপি অভিষেকেই গোল লিয়োর, অঝোরে কাঁদলেন বেকস, আবেগের মৌতাতে বুঁদ মায়ামি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)