Harmanpreet Kaur Fined 75 Percent Match Fees 3 Demerit Points Behavior At Umpiring IND W Vs BAN W 3rd ODI

ঢাকা: ভারত ও বাংলাদেশের মহিলা দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচ টাই হওয়ায় তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়। এই ম্যাচে চলাকালীনই মেজাজ হারিয়ে সমালোচনার শিকার হন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। রিপোর্ট অনুযায়ী তিনি শাস্তির মুখেও পড়তে চলেছেন।

শনিবার (২২ জুলাই) তৃতীয় ওয়ান ডে ম্যাচে হরমনপ্রীত কৌরকে আম্পায়ার তনবীর আমেদ এলবিডব্লু আউট দেন। এরপরেই ক্ষুব্ধ হরমনপ্রীত নিজের ব্যাট দিয়ে উইকেটে আঘাত করেন। এরপরে আম্পায়ারের সঙ্গে বচসাতেও জড়ান ভারতীয় অধিনায়ক। এতেই না থেমে হরমনপ্রীত কৌর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও নিজের ক্ষোভ উগরে দেন। আম্পায়ারদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করার অভিযোগ আনেন তিনি। হরমনপ্রীত আইসিসির নিয়মশৃঙ্খলা আইন অনুযায়ী লেভেল টু দোষ করেছেন বলে এক ম্যাচ আধিকারিক দাবি করেন। এর জেরেই তাঁর ৭৫ শতাংশ ম্যাচের বেতন কাটা যাবে।

অজ্ঞাতপরিচয় এক আধিকারিক বলেন, ‘মাঠের ভিতরে ওঁ (উইকেট ভাঙা) যা করেছে, তাতে ওঁর ৫০ শতাংশ ম্যাচের বেতন কাটা যাবে এবং ম্যাচের পর ওঁ যে কথাবার্তা বলেছে, তার জন্য আরও ২৫ শতাংশ ম্যাচের বেতন কাটা যাবে।’ রিপোর্ট অনুযায়ী শুধু তাই নয়, হরমনপ্রীতকে তিন ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে। মাঠে উইকেট ভাঙার জন্য দুই ডিমেরিট পয়েন্ট এবং তাঁর মন্তব্যের জন্য এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে।

 

প্রসঙ্গত, এদিন ২২৫ রান তাড়া করতে নেমে ভারতীয় দল তিন বল বাকি থাকতেই ২২৫ রানে অল আউট হয়ে যায়। হরলীন দেওল ৭৭ ও স্মৃতি মান্ধানা ৫৯ রানের ইনিংস খেলেন। হরমনপ্রীত কৌর মাত্র ১৪ রান করে সাজঘরে ফেরেন। বাংলাদেশের হয়ে সেখানে প্রথম ইনিংসে দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিং করেন। ফরজানা হক ১০৭ রানের ইনিংস খেলেন, শামিমা সুলতানা ৫২ রান করেন। ভারতের হয়ে স্নেহ রানা দুই উইকেট নেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হরমোনের খেয়ালখুশিতেই পুরুষের তুলনায় মহিলাদের মাইগ্রেন-যন্ত্রণা ৩ গুণ বেশি, মোকাবিলায় কী করবেন?