Lynching: নির্দলে ভোটে লড়ায় TMCর প্রাক্তন পঞ্চায়েত সদস্যাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ

পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ায় এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার জঘন্য এই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞার তেলডুঙো গ্রামে। নির্যাতিতা নিজে সংবাদমাধ্যমে অত্যাচারের কথা জানিয়েছেন। আক্রান্তকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের মারে আহত হয়েছেন ২ কংগ্রেস কর্মী।

নির্যাতিতা জানিয়েছেন, আগে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। সম্প্রতি তিনি তৃণমূলের সংস্রব ত্যাগ করে নির্দল প্রার্থী হিসাবে পঞ্চায়েত ভোটে লড়াই করেন। সেজন্য রবিবার দুপুরে তাঁর ওপর হামলা চালায় স্থানীয় তৃণমূলি গুন্ডারা। তাঁকে বিবস্ত্র করে মারধর করা হয়। ভাঙচুর করা হয় তাঁর বাড়ি। মহিলার ওপরে হামলা হতে দেখে প্রতিরোধ করতে এগিয়ে আসেন বজরুল কেরিম ও গোলাম শেখ নামে ২ কংগ্রেস কর্মী। তাঁদেরও বেধড়ক মারধর করে তৃণমূলি গুন্ডারা। এর পর আহতদের বড়ঞা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেন চিকিৎসক।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পুলিশে এখনো কোনও অভিযোগ দায়ের হয়নি বলে বড়ঞা থানা সূত্রে খবর।

রাজ্যে নারী নির্যাতন নিয়ে গত কয়েকদিন ধরে সরব হয়েছে বিজেপি। মালদায় ২ মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় আন্দোলন চরমে নিয়ে গিয়েছে তারা। এরই মধ্যে মুর্শিদাবাদে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে।