Tomato laden truck Hijack: বিমান নয়, টমেটো বোঝাই ট্রাক হাইজ্যাক করল ডাকাত দম্পতি, তারপর যা হল…

ভাবা যায় সোনার থেকে যেন মূল্যবান টমেটো। আর সেই লোভেই মোটা টাকায় আয়ের আশায়, টমোটে ভর্তি ট্রাক অপহরণের অভিযোগ এক দম্পতির বিরুদ্ধে উঠেছে। ওই ট্রাকে প্রায় ২.৫ টন টমেটো বোঝাই ছিল। সেই ট্রাকটা হাইজ্যাক করা হয় বলে অভিযোগ। তামিলনাড়ুর এক দম্পতির বিরুদ্ধে অভিযোগ। টমেটো বোঝাই ট্রাক হাইজ্যাক করে টাকা আদায়ের ছক কষেছিল ওই দম্পতি। ওই দম্পতি আসলে হাইওয়ে ডাকাতদের একটা দলের অন্তর্গত। ওই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম ভাস্কর ও তার স্ত্রী সিন্ধুজা। স্বামীর বয়স ২৮ ও স্ত্রীর বয়স ২৬ বছর। তারাই এই ছক কষেছিল বলে অভিযোগ।

জি নিউজের খবর অনুসারে জানা গিয়েছে ওই ট্রাকটি একটি চারচাকা গাড়িকে ধাক্কা দিয়েছে বলে দাবি করা হয়। আসলে সবটাই ছিল সাজানো। এক কৃষক ওই টমেটো নিয়ে যাচ্ছিলেন। এদিকে ওই গাড়িতে থাকা লোকজন কৃষকের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ মোটা টাকা দাবি করেছিল। কিন্তু তিনি সেই টাকা দিতে চাননি। এরপরই ওই গ্যাংয়ের লোকজন কৃষককে ট্রাক থেকে ফেলে দিয়ে জোর করে ট্রাক নিয়ে চম্পট দেয়। এদিকে ওই ট্রাকে প্রায় ২.৫ লাখ টাকার টমেটো ছিল। মাথায় হাত পড়ে যায় কৃষকের।

তবে এই ঘটনায় আরও তিনজন জড়িত। তাদের খোঁজ করছে পুলিশ। বেঙ্গালুরু এলাকায় ট্রাকটিকে আটকেছিল দৃষ্কৃতীরা। এরপর ভুয়ো দুর্ঘটনার কথা তুলে ট্রাকটিকে নিয়ে তারা পালিয়ে যায়। তবে পুলিশ পরে কৃষকের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে। শেষ পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ট্রাকটির গতিবিধি সম্পর্কেও জানতে পারে পুলিশ।

আসলে এখন টমেটোর দাম আকাশ ছোঁয়া। আর সেই টমেটো বোঝাই ট্রাক হাইজ্যাক করে পকেট ভরাতে চেয়েছিল ডাকাতদল। এতদিন বিমান হাইজ্যাকের কথা শোনা যেত। কিন্তু টমেটো বোঝাই ট্রাক হাইজ্যাক করে নিয়ে যাওয়ার ঘটনা আগে বিশেষ জানা যায়নি। তবে এবার সেটাও শোনা গেল। আসলে এতটাই দাম বেশি যে বেশি লাভের আশায় এই টমেটো বোঝাই ট্রাক নিয়ে চম্পট দেওয়ার ছক কষেছিল ওই দম্পতি।