Watch smuggling: সিঙ্গাপুর থেকে আনছিল ৩৪টি ব্র্যান্ডের ঘড়ি, ধরা পড়ল কলকাতায়, দাম ৩০ কোটি টাকা!

কলকাতা বিমানবন্দর থেকে প্রায়ই প্রচুর পরিমাণে সোনা উদ্ধার হয়ে থাকে। এবার কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল বহু মূল্যের বিদেশি ব্র্যান্ডের একাধিক ঘড়ি। যার বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা! রাজস্ব বিভাগের (ডিআরআই) গোয়েন্দারা তল্লাশি চালিয়ে এই ঘড়ি উদ্ধার করেছে। পাশাপাশি, ঘড়ি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিআরআই। গোয়েন্দাদের অনুমান ঘড়িগুলি সিঙ্গাপুর থেকে এ দেশে নিয়ে এসে পাচার করার উদ্দেশ্য ছিল পাচারকারীর।

আরও পড়ুন: ব্যাগ খুলতেই উদ্ধার ডিভিডির মতো সোনার চাকতি, পাচারের আগেই ধৃত পাচারকারী

গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব বিভাগের গোয়েন্দারা শনিবার কলকাতা বিমানবন্দরে ওই ব্যক্তিকে আটক করে। পরে বিমানবন্দরের কাছে তার বাড়িতে তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা। সেখান থেকেই প্রিমিয়াম ব্র্যান্ডের ৩৪টি বহুমূল্যের ঘড়ি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া ঘড়িগুলির মধ্যে রয়েছে গ্রুবেল ফোরসি, পুরনেল, লুই ভিটন, এমবিএন্ডএফ, ম্যাড, রোলেক্স, অডেমারস পিগুয়েট, রিচার্ড মিলের মত দামি ব্র্যান্ডের ঘড়ি। সাধারণত এই ঘড়িগুলির মূল্য অনেক বেশি হওয়ায় এগুলি কোম্পানির তরফে খুব বেশি তৈরি করা হয় না। হাতেগোনা ঘড়িই তৈরি করা হয়ে থাকে। উদ্ধার হওয়া ঘড়িগুলির মধ্যে কোনও ঘড়ির মূল্য ১ কোটি টাকা আবার কোনও ঘড়ির মুল্য তারও বেশি। সব মিলিয়ে ৩০ টি ঘড়ি উদ্ধার হয়েছে।

ডিআরআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘এই ঘড়িগুলির বেশিরভাগই বহুমূল্যের। এগুলি খুব কম তৈরি হয়ে থাকে। সমস্ত ঘড়ির মোট বাজার মূল্য ৩০ কোটি টাকারও বেশি।’ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ঘড়িগুলি সিঙ্গাপুর থেকে কলকাতা বিমানবন্দর হয়ে আনা হয়েছিল। মুম্বই জোনের ডিআরআই আগেই জানতে পেরেছিল, ওই ব্যক্তি এর আগেও বেশ কিছু দামি ব্র্যান্ডের বিদেশি ঘড়ি এদেশে নিয়ে এসেছিল। আরও কিছু ঘড়ি পাচারের জন্য আনা হবে বলে জানতে পেরেছিলেন গোয়েন্দারা। তারপরে তল্লাশি চালিয়ে ওই ঘড়িগুলি উদ্ধার করেন গোয়েন্দারা।

জানা গিয়েছে, শুল্ক না দিয়েই ঘড়িগুলি এদেশে পাচার করা হয়েছিল। এদিকে, শিলিগুড়িতে নামী ব্র্যান্ডের নকল ঘড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটং নাগাদ বিধান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ঘড়িগুলি বাজেয়াপ্ত করা হয়। পুলিশকর্মীরা বিধান মার্কেট এলাকার গৌতম ওয়াচ এবং প্রশান্ত ওয়াচ নামে দুটি দোকানে অভিযান চালান। সেখানে নামী ব্যান্ডের ৫,৩২০টি নকল ঘড়ি উদ্ধার করে পুলিশ। সুজিত সাহা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।