অবিশ্বাস্য! ভারতীয় মুদ্রায় এমবাপে-কে ২৭১৬ কোটি ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা প্রস্তাব দিল আল হিলাল/ Saudi Arabia Al Hilal submit world record 300 million bid for Paris Saint Germain star forward Kylian Mbappe

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলবদলের আলোচনায় ফের হট টপিক কিলিয়ান এমবাপে (Kylaian Mbappe)। প্যারিস সাঁ জাঁ-র (Paris Saint Germain) সঙ্গে নতুন কোনও চুক্তি করতে রাজি নন এই তারকা ফ্রান্সের (France) ফরোয়ার্ড। তাই সে অনুযায়ী আগামী মরসুম শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে পিএসজি (PSG) ছাড়বেন তিনি। কিন্তু পিএসজি তাঁকে বিনা মূল্যে ছেড়ে দিতে নারাজ।

পিএসজি-র দাবি পরিষ্কার, হয় নতুন চুক্তি করো, নয়তো চলতি দলবদলেই ক্লাব ছাড়ো। পিএসজি এমবাপে-কে বিক্রির তালিকায় তুলে দিয়েছে। যত দ্রুত সম্ভব তাঁকে বিক্রি করতে চায় ফ্রান্সের এই ক্লাব। এমন প্রেক্ষাপটে এমবাপে-কে পেতে ঝাঁপিয়েছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল (Al Hilal)। 

সৌদির এই ক্লাব ফ্রান্সের মহাতারকা ফুটবলার এমবাপেকে দলে নিতে ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব দিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭১৬ কোটি ৩৬ লক্ষ ৭৫ হাজার টাকা। মেসিকে দলে পেতে বছরে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার তৈরি ছিল আল হিলাল। মেসি অবশ্য সৌদিতে খেলতে না চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামেতে যোগ দেন। যদিও মেসি সৌদি আরবের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

আরও পড়ুন: East Bengal, CFL 2023: এগিয়ে থেকেও কুয়াদ্রাতের সামনেই বিএসএস-এর কাছে আটকে গেল ইস্টবেঙ্গল

আরও পড়ুন: Uttam Kumar: ফুটবল খেলেও উত্তম কুমার কীভাবে বাঙালির ‘গুরু’ হয়ে গেল জানেন?

তবে শুধু আল হিলাল নয়। এমবাপেকে নিতে ঝাঁপিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা,ইংল্যান্ডের টটেনহ্যাম, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালির ইন্টার মিলানও। কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করা এমবাপে এখন বিশ্ব ক্লাব ফুটবলের কোহিনুর হয়ে গিয়েছেন। যদিও পিএসজি জানিয়েছে তারা নিজের থেকে ছাড়বে না ফরাসি তারকাকে। তাদের জাপান ভ্রমণে দলে রাখা হয়নি এমবাপেকে। ফরাসি তারকা অবশ্যই নিজে খুব তাড়াতাড়ি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে দেওয়া যায়। তবে সৌদি আরব না হয়ে রিয়াল মাদ্রিদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে শেষ পর্যন্ত যদি আল হিলাল এমবাপেকে নিতে পারি ফুটবল ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় ট্রান্সফার ফি।

আর সবাইকে চমকে দিয়ে এমবাপে শেষ পর্যন্ত সই করে দিলে, আগামী মরসুমে সৌদি লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও এমবাপে-র ডুয়েল দেখা যেতে পারে। সৌদি লিগে খেলতে চলেছেন এমবাপের দেশের সতীর্থ করিম বেঞ্জেমা, কন্তেও। ফুটবল ট্রান্সফারে অর্থ অফারের বিষয়ে নয়া নজির গড়ার পথে সৌদি আরবের ফুটবল ক্লাব আল হিলাল। লিওনেল মেসিকে না পেয়ে এবার ফ্রান্স তথা পিএসজি-র তারকা কিলিয়ান এমবাপের জন্য রেকর্ড অর্থ অফার করল আল হিলাল। শেষ পর্যন্ত তিনি আল হিলালের জার্সি গায়ে চাপান কিনা সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)