Assam Seat Delimitation: অসমে আসন পুনর্বিন্যাস করতে পারবে কমিশন, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল বিরোধীরা

এবার অসমে আসন পুনর্বিন্যাস নিয়ে বড় মোড়। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, অসমের ১৪টি লোকসভা ও ১২৬টি বিধানসভা আসন পুনর্বিন্যাসের কাজ চলবে। সেক্ষেত্রে ডিলিমিটেশন প্রক্রিয়ার কাজে আর বিশেষ কোনও বাধা রইল না। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই কাজ শুরু করেছিল। কিন্তু তাতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু শেষ পর্যন্ত সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রে বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছে। পাশাপাশি অসমে এখনও এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে বিতর্কের পুরোপুরি অবসান হয়নি। তার আগেই এবার এই আসন পুনর্বিন্যাসের কাজ চলবে। 

এদিকে গত ২০ শে জুন অসমে আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই দিনই কাজ শুরু করার কথা জানানো হয়েছিল কমিশনের তরফে। 

এদিকে অসমে একাধিক বিরোধী রাজনৈতিক দলের তরফে দাবি করা হয়েছিল আগে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হোক। তার পর আসন পুনর্বিন্যাস করতে। না হলে বড় সমস্যা হয়ে যাবে। এমনকী এনিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধতে থাকে। এই বিরোধী দলের মধ্যে মোট ৯টি দল ছিল। তার মধ্য়ে কংগ্রেস, তৃণমূল, সিপিআই, সিপিএম, আরজেডি, এনসিপি, অসম জাতীয় পরিষদ, রাইজোর দল, আঞ্চলিক গণমোর্চা ছিল। এদিকে এই বিরোধীরা দাবি তুলেছিলেন, আসন পুনর্বিন্যাসের কাজ স্থগিত রাখতে। তবে অসমে এনআরসির তালিকা নিয়ে নানা সময় নানা ধরনের বিতর্ক দানা বেঁধেছে। এনিয়ে বিগত দিনে চরম অশান্তি ছড়িয়েছিল অসম। তবে সেই অশান্তি বর্তমানে অনেকটাই থিতিয়ে গিয়েছে। 

তবে বিরোধী রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে দাবি জানিয়েছিল আগে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। তারপর আসন পুনর্বিন্যাস। তাদের অভিযোগ বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এসব করা হচ্ছে। এরপর আদালতে গিয়েছিল তারা। কিন্তু আদালতে তাদের আবেদন শেষ পর্যন্ত খারিজ হয়ে গিয়েছে।