DA Movement: হয় ডিএ, নয় স্বেচ্ছামৃত্যু, এবার রাষ্ট্রপতির কাছে গণ আবেদন জানাবেন অবসরপ্রাপ্তরা

ডিএ র দাবিতে আন্দোলনের সুর এবার আরও চড়ছে। ডিএ সহ অন্যান্য দাবি থেকে এতটুকু সরতে রাজি নয় সংগ্রামী যৌথ মঞ্চ। এবার একেবারে মরিয়া পদক্ষেপ। হয় ডিএ দিন নয়তো স্বেচ্ছামৃত্যু। সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ৪ঠা অগস্ট এ ব্যাপারে রাষ্ট্রপতির কাছে তারা আবেদন জানাবেন। সংগঠন জানিয়েছে আগামী ৪ঠা অগস্ট শুক্রবার অবসরপ্রাপ্ত কর্মচারীরা রাষ্ট্রপতির কাছে গণহারে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানাবেন। কারণ ডি না পাওয়ায় সংসার পরিচালনা করতে তারা সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন। ডিএ পাওয়া তাদের নৈতিক অধিকার। সেই অধিকার থেকে বঞ্চিত করছে সরকার। সেই কারণে এবার প্রতিবাদের চরম রাস্তায় হাঁটতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। একেবারে দিওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবসরপ্রাপ্ত কর্মচারীরা এবার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছা মৃত্যুর জন্য আবেদন করবেন। গণহারে স্বেচ্ছামৃত্যুর জন্যই আবেদন জানানো হবে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।

এর পাশাপাশি আগামী ১৪ই আগস্ট শহিদ মিনার অবস্থান মঞ্চের ২০০ তম দিন। সেদিন রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে

ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ করে বিধানসভা চলো কর্মসূচিও পালন করা হবে।

সেই সঙ্গেই অপর একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত তিনটি দাবি তারা সামনে আনতে চাইছেন। একটি হল বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে। যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরন করতে হবে। মূলত এই দাবির পরিপ্রেক্ষিতে তারা রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়েছেন।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আহ্বায়ক তার প্রেস বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে যে চারটি বিষয়কে তুলে ধরতে চেয়েছেন সেটা নিচে উল্লেখ করা হল…

প্রেস নোট : ২৪/০৭/২০২৩

(১) আগামী ৪ই আগস্ট, ২০২৩(শুক্রবার) দীর্ঘদিন ধরে প্রাপ্য DA থেকে বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মচারীরা সংসার পরিচালনায় সমস্যায় কারণে রাষ্ট্রপতির কাছে ” গণহারে স্বেচ্ছা মৃত্যুর আবেদন” জানাবেন।

(২) শহিদ মিনারের অবস্থান মঞ্চের ২০০ তম দিন উপলক্ষ্যে শহিদ মিনারের অবস্থান মঞ্চে আগামী ১৪ই আগস্ট,২০২৩ তারিখ ( সোমবার) ” রক্তদান শিবির ” কর্মসূচী হবে।

(৩) বিধানসভার অধিবেশন চলাকালীন ” ভারতছাড়ো আন্দোলন” কে স্মরণ করে একদিন ” বিধানসভা চলো” কর্মসূচীর ঘোষণা হলো।

(৪) DA, শূন্যপদে স্থায়ী নিয়োগ, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ – এই মূল তিনটি দাবি নিয়ে রাষ্ট্রপতি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে দাবিসনদ পাঠানো হলো ।

(কনভেনার, সংগ্রামী যৌথ মঞ্চ)