Top 5 Morning News: গ্রেফতার মালদার নির্যাতিতা, আজ আবার পঞ্চায়েতের ৭০টি মামলার শুনানি হাই কোর্টে

আগামী শনিবার মহরম পড়েছে। মহরমের জেরে শহরের বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এদিকে মালদার দুই নির্যাতিতা মহিলাকে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ৬ লেনের বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের কাজ শীঘ্রই শুরু হবে। এই নিয়ে নোটিফিকেশন জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আজ, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। আজ পঞ্চায়েত সংক্রান্ত ৭০টি মামলা তালিকাভুক্ত রয়েছে হাই কোর্টে।

মহরমে যান চলাচল নিয়ন্ত্রিত হবে কলকাতায়

আগামী শনিবার মহরম পড়েছে। মহরমের জেরে প্রত্যেকবারের মতো এবারও শহরের বেশ কিছু জায়গায় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তাই কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন বেলা ১টা নাগাদ কেশব ন্দ্র সেন স্ট্রিট থেকে একটি শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বিধান সরণি, সূর্য্য সেন স্ট্রিট, এপিসি রোড হয়ে রাজাবাজার পর্যন্ত যাবে। ওই রাস্তাগুলিতে দুপুর ১টার পর যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এছাড়া মহরমের দিনে কলকাতার বহু রাস্তায় যানজটের আশঙ্কায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

মালদাকাণ্ডের নির্যাতিতা গ্রেফতার পুলিশের হাতে

মালদার দুই নির্যাতিতা মহিলাকে পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। কয়েকদিন আগেই ওই দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছিল চুরির অভিযোগে। ঘটনাটি ঘটেছিল পাকুয়াহাটে। এরপরই বিজেপি এই ঘটনার নিন্দা জানিয়ে সরব হয়েছিল। তবে দুই মহিলার বিরুদ্ধে চুরির কোনও মামলা হয়নি। তবে সেই দুই মহিলা নাকি বিজেপির আন্দোলনে সামিল হয়ে ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় যুক্ত ছিলেন। এই মামলাতেই তাঁদের গ্রেফতার করা হয়েছে।

বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে নিয়ে নোটিফিকেশন জারি

৬ লেনের বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের কাজ শীঘ্রই শুরু হবে। এই জাতীয় সড়কের নাম হবে ‘NH319B’। শুক্রবার এনিয়ে নোটিফিকেশন জারি করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেখানে বলা হয়েছে ৬১০ কিমি দীর্ঘ হবে এই সড়ক। বারাণসী থেকে শুরু হবে এই রাস্তা। এরপর চান্দ হয়ে বিহারে প্রবেশ করবে। এরপর গয়ার ইমামগঞ্জ হয়ে এই রাস্তা বিহার থেকে বের হবে। সব মিলিয়ে বিহারে এই রাস্তার দৈর্ঘ্য ১৬০ কিমি। কৈমুর পাহাড়ের মধ্য়ে দিয়ে প্রায় পাঁচ কিমি টানেল তৈরি হবে। ঔরঙ্গাবাদে প্রবেশের আগে শোন নদী পার হবে এই রাস্তা। পুরুলিয়া হয়ে এটি বাংলায় প্রবেশ করবে।

রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু আজ

আজ, সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন। এই অধিবেশনে বিজেপি বিধায়করা মণিপুর ইস্যুকে ধামাচাপা দিতে মালদা ইস্যু নিয়ে সরব হতে পারেন বলে জানা যাচ্ছে। আজ দুপুর ১২টা থেকে অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে সকাল ১১টায় বসতে চলেছে সর্বদলীয় বৈঠক। অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব পাঠের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে। এখনও পর্যন্ত যে সূচি রয়েছে তাতে মঙ্গলবার ও বুধবার কোনও প্রশ্নোত্তরপর্ব বিধানসভায় নেই। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্বের সম্ভাবনা আছে। কিন্তু মঙ্গলবার এবং বুধবার বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হতে পারে।

আজ পঞ্চায়েত সংক্রান্ত ৭০টি মামলার শুনানি হাই কোর্টে

পঞ্চায়েত ভোটের ফলাফল, রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সংক্রান্ত এরাধিক ইস্যুতে আজ মামলার শুনানি হবে হাই কোর্টে। প্রধান বিজারপতির ডিভিশন বেঞ্চে পঞ্চায়েত ভোট সংক্রান্ত ২৫টি মামলা তালিকাভুক্ত রয়েছে। এছাড়াও উচ্চ আদালতের আরও সব এজলাস মিলিয়ে আজ পঞ্চায়েত সংক্রান্ত মোট ৭০টি মামলা তালিকাভুক্ত রয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আরও কিছুদিন কেন্দ্রীয় বাহিনী থাকবে কি না, পঞ্চায়েত ভোটের জয়ীদের ফলাফল চূড়ান্ত কি না, এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আজ দিতে পারে উচ্চ আদালত।