নারীর প্রতি সহিংসতা বন্ধে দরকার অর্থ, শিক্ষা ও ক্ষমতায়ন

নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সহিংসতা বন্ধ করতে প্রয়োজন ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক পন্থা, সামাজিক কুসংস্কার বন্ধ এবং নারীর ক্ষমতায়ন।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে রাজধানীর একটি হোটেলে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ‘ওমেন অন্ট্রাপেনার অনলাইন লার্নিং প্ল্যাটফম ইনাগুরেশন’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করতেই হবে। আর  এই সহিংসতা বন্ধ করতে প্রয়োজন ব্যাপক এবং অন্তর্ভুক্তিমূলক পন্থা, সামাজিক কুসংস্কার বন্ধ এবং নারীর ক্ষমতায়ন। যথাযথ পুলিশিং, ন্যায়বিচার, স্বাস্থ্য এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় পর্যাপ্ত অর্থায়নের মাধ্যমে আমরা লিঙ্গ-ভিত্তিক সহিংসতার অবসান করতে পারি। নারীকে তার অধিকারটা আদায় করে নিতে হবে। আদায় করবার মতো যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই যোগ্যতা আসবে শিক্ষা-দীক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে।’

তিনি বলেন, ‘দেশের গ্রোথ মাইলস্টোন অর্জনের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি সংস্থা বিভিন্ন পলিসি সাপোর্টের মাধ্যমে উদ্যোক্তা এবং নতুন ব্যবসায়ীদের সাপোর্ট করে আসছে। সাম্প্রতিক দশকগুলোতে, নারীরা আরও বেশি উদ্যোক্তা হতে আগ্রহী হয়ে উঠেছে। ব্যবসার সঙ্গে জড়িত নারীরা যখন উদ্যোক্তা কমিউনিটির অগ্রভাগে থাকে, তখন ইনোভেশন হয়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, সৃজনশীলতা প্রসারিত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়।  যদিও আমাদের দেশের নারীরা নিজেকে সফল স্বত্বাধিকারী হিসেবে প্রমাণ করেছেন।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটি প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে কীভাবে আমরা একটি দক্ষ জাতি তৈরি করতে পারি, সে সম্পর্কে একটি অনুকরণীয় পদক্ষেপ। এভাবে প্ল্যাটফর্মটি একটি স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’