BSF jawan suspended: মণিপুরে মহিলাকে হেনস্থাকারী জওয়ান সাসপেন্ড, চলছে তদন্ত

মণিপুরের পরিস্থিতি ঘিরে একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। কুকি মহিলাদের বিবস্ত্র করে রাস্তায় প্যারেড করানোর ঘটনার পর এবার এক বিএসএফ জওয়ানের হাতে এক তরুণীক হেনস্থার ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেই ঘটনা প্রকাশ্য়ে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। দাঙ্গা বিধ্বস্ত মণিপুরে এই ভিডিয়োর দৃশ্য ঘিরে অভিযোগের জেরে সাসপেন্ড করা হয়েছে সেই জওয়ানকে।

দোকানের সিসিটিভি ফুটেজে গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ক্রমাগত ভাইরাল হতে শুরু হয়েছে। ঘটনা ঘিরে বিএসফের ওই জওয়ানের কাণ্ডে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত জওয়ান বিএসএফের হেড কনস্টেবল পদে রয়েছেন। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে ওই জওয়ান সেনা উর্দি পরে রয়েছেন। আর তাঁর সঙ্গে রয়েছে ইনসাস বন্দুক। অভিযুক্তের নাম সতীশ প্রসাদ। জানা গিয়েছে, গত ২০ জুলাই ওই ঘটনা ঘটে। মণিপুরের ইম্ফলে ওই ঘটনা ঘটে গিয়েছে বলে জানা গিয়েছে। বিএসএফের তরফে এত অফিসার জানিয়েছেন,’ ঘটনাটি ঘটেছে ২০ জুলাই ইম্ফলের একটি পেট্রোল পাম্পের কাছে একটি দোকানে। অভিযুক্ত, হেড কনস্টেবল সতীশ প্রসাদ। তাঁকে সাসপেন্ড করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ গোটা ঘটনা ঘিরে বিএসএফ একটি আভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

( Virus: এবার MERS ভাইরাস ঘিরে নয়া আতঙ্ক, ব্যক্তি পজিটিভ হতেই আরও ১০৮ জনের টেস্ট! জেনে নিন উপসর্গ)

এর আগে, থৌবালে কয়েকজন মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় প্যারেড করানোর মতো ঘটনা ঘটে যায়। ঘটনা নিয়ে দেশ জুড়ে ব্যাপক তোলপাড় হয়। নিন্দার ঝড় উঠে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। প্রধানমন্ত্রী মোদী এই ইস্যুতে সরব হন। সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঘটনার কড়া নিন্দা করেন। তিনি বলেন, ‘কাউকে ছেড়ে দেওয়া হবে না।’ গোটা ঘটনা নিয়ে ‘দেশ লজ্জার মুখে পড়েছে’ বলেও বর্ণনা করেন মোদী। এদিকে, মণিপুরের ঘটনা নিয়ে সংসদ উত্তাল হয়। আর তা নিয়ে সংসদে আলোচনা করতে সম্মত বলে জানিয়েছে সরকার। তারই মধ্যে ভাইরাল হয়েছে জওয়ানকে ঘিরে এই ভিডিয়ো।