Civic volunteer jobs: ফের ক্রীড়াক্ষেত্রে ৫৮ নবীন প্রতিভাকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দিল রাজ্য

রাজ্যের গ্রামাঞ্চলের নবীন প্রজন্মকে খেলাধুলোয় উৎসাহ দিতে কৃতী ক্রীড়াবিদদের সিভিক ভলান্টিয়ারদের বিশেষ পদে চাকরি দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। সেই ধারা বজায় রেখে আরও ৫৮ জন নবীন ক্রীড়াবিদকে বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার পদে নিযুক্ত করল রাজ্য সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এ খবর জানিয়েছেন।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে রাজ্য সরকার এবার জঙ্গলমহল কাপ, সৈকত কাপ এবং রাঙ্গামাটি ক্রীড়া উৎসবে আরও ৫৮ জন বিজয়ী এবং রানার্স আপ অংশগ্রহণকারীদের বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে। এইভাবে, সফল তরুণ ক্রীড়া প্রতিভাদের মধ্যে থেকে এই ধরনের সিভিক ভলান্টিয়ার নিয়োগের মোট সংখ্যা ৪ হাজার ৪৩২-এ পৌঁছেছে।’ তিনি আরও লিখেছেন,’আমাদের রাজ্যের যুবকদের মধ্যে ক্রীড়া প্রতিভাকে উৎসাহিত করতে এবং তাদের ভাল কেরিয়ারের ভিত্তি রাজ্য সরকার এই প্রচেষ্টা অব্যাহত রাখবে।’

(পড়তে পারেন। রাস্তায় পড়ে থাকা দেহে প্রাণ আছে কি না পা ঠেকিয়ে পরীক্ষা করলেন সিভিক ভলান্টিয়ার)

রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর নবীন প্রজন্মকে, বিশেষ গ্রামাঞ্চলের যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে রাজ্য সরকার একাধিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করেছে। জঙ্গলমহল কাপ, হিমালয়-তরাই-ডুয়ার্স স্পোর্টস ফেস্টিভ্যাল, সুন্দরবন কাপ, সৈকত কাপ, কোচবিহার কাপ, খেত-নদী উৎসব, জলতরঙ্গ ক্রীড়া উৎসব, রাঙ্গামাটি ক্রীড়া উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার।

অর্থাভাবে অনেক সময় নবীব ক্রীড়াপ্রতিভা অকালে শেষ হয়ে যায়। তাই তাদের আর্থিক ভাবে সাবলম্বী করতে রাজ্য সরকার এই সব উৎসবে উঠে আসা নবীন ক্রীড়াপ্রতিভাকে বিশেষ ক্যাটাগরির সিভিক ভলান্টিয়ার হিসাবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে আরও ৫৮ জনে নিয়োগ করা হল।