Indian woman in Pakistan: বিয়ে করব না! ‘প্রেমের টানে’ পাকিস্তানে যাওয়া ভারতীয় বধূকে নিয়ে বললেন নাসিরুল্লা

সত্যিই কি ফেসবুক বন্ধুর ভালোবাসার টানে পাকিস্তানে চলে গিয়েছেন ভারতের এক বিবাহিত মহিলা? দিনকয়েক ধরে সেই বিষয়টি নিয়ে গুঞ্জন, হইচই চললেও পাকিস্তান থেকে অঞ্জু নামে ওই মহিলা দাবি করলেন, ফেসবুক বন্ধু নাসরুল্লাকে বিয়ে করার জন্য পাকিস্তানে যাননি। অহেতুক বিষয়টি নিয়ে হইহই করা হচ্ছে। একইসুরে ফেসবুক বন্ধু নাসরুল্লা দাবি করেছেন, তাঁদের মধ্যে প্রেমের কোনও সম্পর্ক নেই। বিয়েরও কোনও পরিকল্পনা নেই তাঁদের। বরং আগামী ২০ অগস্ট ভারতে ফিরে আসবেন অঞ্জু। যেদিন অঞ্জুর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। দুই সন্তানের (১৫ বছরের মেয়ে এবং ছয় বছরের ছেলে আছে) মা অঞ্জু অবশ্য দাবি করেছেন, তিন-চারদিনের মধ্যে দেশে ফিরে আসবেন। যিনি উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে স্বামী ও দুই সন্তানের সঙ্গে রাজস্থানের আলওয়ার জেলায় থাকতেন।

আরও পড়ুন: Indo-Pak Facebook Love: ফেসবুকে ‘প্রেম’, ৬ বছরের ছোট যুবকের সঙ্গে ‘এক হতে’ পাকিস্তানে গেলেন ভারতীয় মহিলা

একাধিক রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে ফেসবুকের মাধ্যমে অঞ্জু এবং নাসরুল্লার আলাপ হয়। পরবর্তীতে মজবুত হয় সম্পর্কের বাঁধন। তারইমধ্যে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের আপার দির জেলায় চলে যান অঞ্জু। একাধিক রিপোর্টে দাবি করা হয়, স্থানীয় সাংবাদিকদের অঞ্জু নাকি জানিয়েছেন যে ফেসবুকে নাসরুল্লার সঙ্গে আলাপ হয়। যা গড়ায় প্রেমে। নাসরুল্লাকে ভালোবাসেন তিনি। তাই পাকিস্তানে চলে এসেছেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, জিয়ো নিউজে আপার দির জেলার পুলিশ অফিসার মুস্তাক খানও দাবি করেন যে ‘ভালোবাসার টানে নয়াদিল্লি থেকে পাকিস্তানে এসেছেন অঞ্জু এবং এখানে সুখে আছেন।’ 

আরও পড়ুন: প্রাক্তন পাক ক্রিকেটার মহম্মদ হাফিজের স্ত্রীকে চেনেন, রইল ১০ ছবি

যদিও সেই বিষয়টি উড়িয়ে দিয়েছেন নাসরুল্লা (২৯)। পিটিআই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের পেশোয়ারের ৩০০ কিলোমিটার দূরে কুলশো গ্রাম থেকে ফোনে তিনি দাবি করেছেন যে ‘অঞ্জু নেহাতই পাকিস্তানে ঘুরতে এসেছে এবং আমাদের বিয়ের কোনও পরিকল্পনা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে ২০ অগস্ট ও নিজের দেশে ফিরে যাবে। আমার পরিবারের অন্যান্য মহিলা সদস্যদের সঙ্গে অঞ্জু অন্য একটি ঘরে থাকছে।’ অঞ্জুও বলেছেন, ‘আগামী দুই থেকে চারদিনের মধ্যে আমি আমার দেশে ফিরে যাব।’

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লিতে পাকিস্তানের হাইকমিশনে যে নথি পাঠিয়েছে পাকিস্তান সরকার, সেই নথি অনুযায়ী, বৈধভাবেই সীমান্ত পেরিয়েছেন অঞ্জু। ৩০ দিনের জন্য পাকিস্তানি ভিসা মঞ্জুর করা হয়। যা শুধুমাত্র আপার দিরেই বৈধ হবে। আপাতত সেখানেই আছেন অঞ্জু। রবিবার তাঁর সঙ্গে কথা বলেছেন আপার দির জেলার পুলিশ অফিসারও। খতিয়ে দেখা হয় অঞ্জুর যাবতীয় নথি। তারপর নো-অবজেকশন সার্টিফিকেটও প্রদান করেন। 

সেইসঙ্গে স্থানীয় প্রশাসনের কাছে একটি হলফনামা দাখিল করে নাসরুল্লা জানিয়েছেন যে অঞ্জুর সঙ্গে কোনও প্রেমের সম্পর্ক নেই। ২০ অগস্ট ভারতে ফিরবেন রাজস্থানের বধূ। যাঁর অপেক্ষায় আছেন স্বামী এবং দুই সন্তান। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তাঁদের পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন। অঞ্জুও সুরক্ষিত আছেন। সেইসঙ্গে গ্রামবাসীরাও চাইছেন যে সুরক্ষিতভাবে পাকিস্তানে ফিরে যান অঞ্জু, যাতে পাসতুনদের নাম কোনওভাবে খারাপ না হয়।