Priyanka Tibrewal: কী করে ঠান্ডা করতে হয় জানি! পাঁচলার নির্যাতিতাকে বাড়িতে পৌঁছে বললেন BJP নেত্রী

হাইকোর্টের নির্দেশে পাঁচলার নির্যাতিতা বিজেপি প্রার্থীকে এসকর্ট করে বাড়ি পৌঁছে দিল পুলিশ। এদিন হাওড়ার পাঁচলায় আসেন রাজ্য বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি নির্যাতিতা বিজেপি প্রার্থীকে ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে থানায় আসেন। পুলিশের সঙ্গে কথা বলে প্রার্থী ও তাঁর পরিবারকে বাড়িতে পৌঁছে দেন বিজেপি নেত্রী। নিগৃহিতাকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর প্রিয়াঙ্কা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আদালতের নির্দেশে ওদের বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। কিন্তু যদি নির্যাতিতা বা তাঁর পরিবারের কিছু হয়, তবে কী করে ঠান্ডা করতে আমি জানি।’

এদিন আদালতের নির্দেশে নির্যাতিতাকে বাড়ি ফেরানো প্রসঙ্গে প্রিয়াঙ্কা রাজ্য সরকারকে নিশানা করে বলেন, ‘এখানে আসার আগে ডিজিপিকে চিঠি দিয়েছি, যাতে পুলিশ এসকর্ট করে এঁদের বাড়ি পৌঁছে দেয়। ডিজি বলেছিলেন কিছু হয়নি। আসলে পুলিশ চাপে আছে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাজ্যে এইরকম কিছু হয়নি এটা বলতে হবে, তাই পুলিশ এইসব বলেছে।’

নির্যাতিতার নিরাপত্তার দায় পুলিশের উপর তা মনে করিয়ে দিয়ে বিজেপি নেত্রী বলেন, ‘আর কত মানুষের প্রাণ যাবে? আজ দুজন নির্যাতিতা কে আমরা বাড়ি পৌঁছে দিয়ে গেলাম। রাজ্যে আরও যেখানে নির্যাতনের ঘটনা হয়েছে সেখানে আমার যোগাযোগ করব। তাদের বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাদের যদি কিছু হয় তাহলে সেটা দেখার দায়িত্ব থানার।’

প্রসঙ্গত, হাওড়ার পাঁচালয় পঞ্চায়েত ভোটের দিন বিজেপির মহিলা প্রার্থীকে বুথের ভিতর নিগ্রহের অভিযোগ ওঠে। নির্যাতিতা মহিলা বলেন,’সেই সময় ঘটনাস্থলে পুলিশ ছিল না। আমি বুথে ঢুকতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেয়। চুলের মুঠি ধরে মাটিতে ফেলে দেয়। কাপড় ধরে টানাটানি করা হয়। আমার শ্লীলতাহানিও করা হয়। যারা তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তারা অনেকেই তার পরিচিত।’ সাংবাদিক বৈঠক করে এই নিগ্রহের অভিযোগ উড়িয়ে দেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।