Rohit Sharma Can’t Stop Praising Virat Kohli After His Gritty Hundred In Queens Park Oval

পোর্ট অফ স্পেন: কুইন্স পার্ক ওভালে দুরন্ত শতরান হাঁকিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২১ রানের ইনিংস খেলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক (Ex Indian Captain)। সিরিজে আরও ২টো অর্ধশতরান হাঁকান কোহলি (Virat Kohli)। ম্যাচ ড্র হলেও বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের দরাজ প্রশংসা করলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়ক বলেন, ”টেস্ট ক্রিকেটে এমন কিছু ইনিংস দরকার যেমনটা বিরাট কোহলি খেলেছে। অসাধারণ একটা ইনিংস খেলেছে ও। ইনিংসটাকে ধরে রেখেছিল। ব্যাটিংয়ে মিশ্রণ দেখা গিয়েছে। আমাদের ব্যাটিং গভীরতা রয়েছে। যা আমাদের ভারসাম্য বাড়িয়েছে ব্যাটিং লাইন আপের।”

রোহিত আরও বলেন, ”আমরা একদম সঠিকভাবে এগােচ্ছি। একটা দল হিসেবে খেলার চেষ্টা করছি সবসময়। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পরও আমি বলেছিলাম যে আমরা ধারাবাহিক ক্রিকেটই খেলেছি। আপতত পরবর্তী খেলার দিকেই ফোকাস করতে চাই।” হিটম্যান নিজেও দুর্দান্ত ফর্মে রয়েছেন এই টেস্ট সিরিজে। 

রেকর্ড গড়ে ভারত

ভারতীয় দল ত্রিনিদাদে দ্বিতীয় ইনিংসে ২৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৭.৫৪ রান প্রতি ওভারে ১৮১ রান করে। এটি টেস্টের ইতিহাসে এক ইনিংসে কোনও দলের দ্রুততম রান রেট। ভারতীয় দল অস্ট্রেলিয়ার রেকর্ড ভাঙলেন। অজিরা ২০১৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৭.৫৩ রান প্রতি ওভার গড়ে ২৪১/২ রান তুলেছিল। রবিবাসরীয় সন্ধ্যায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সেই রেকর্ডই ভাঙল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। ভারত ও অস্ট্রেলিয়া ছাড়া একমাত্র ইংল্যান্ডের দখলেই এক টেস্ট ইনিংসে প্রতি ওভার সাতের অধিক গড়ে রান তোলার কৃতিত্ব রয়েছে। 

উল্লেখ্য, ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের পর টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলে ভারতের উন্নতি হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাধ্যমে শুরু হয়ে ভারতের ২০১৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথচলা। প্রথম টেস্টে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় টেস্টে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টিম ইন্ডিয়াকে। বৃষ্টির জন্য শেষ দিনের খেলাই সম্ভব হয়নি। মঙ্গলবার নতুন যে তালিকা প্রকাশ করেছে আইসিসি, সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতের ঝুলিতে রয়েছে এখন ১৬ পয়েন্ট। তাঁদের জয়ের শতাংশের হার ৬৬.৬৭। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জয় ছিনিয়ে নেওয়ায় সিরিজে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোহিত শর্মার দল।