এখন শুধু লড়াই চলছে, দুর্নীতির বিরুদ্ধে আসল যুদ্ধ বাকি: বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে ফের আদালতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন পোস্টিং দুর্নীতি মামলার শুাননিতে সিবিআইকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, এর পর যুদ্ধে নামতে হবে।

পোস্টিং দুর্নীতি মামলায় মঙ্গলবারই জরুরি ভিত্তিতে মানিক ভটচাজকে জেলে গিয়ে জেরা করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশের পর রাতেই জেলে গিয়ে মানিককে আড়াই ঘণ্টা জেরা করেন তদন্তকারীরা। সকাল থেকে ফের তাকে জেরা শুরু করেন সিবিআইয়ের ৩ গোয়েন্দা। দুপুরে মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে উঠলে সিবিআই জানায়, মানিককে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে আরও কয়েকজনকে জেরার পরিকল্পনা রয়েছে গোয়োন্দাদের। ফলে সেই তথ্য এখনই প্রকাশ্যে আনা যাবে না। এর পর বিচারপতি গঙ্গোপাধ্যায় ৩ অগাস্ট মামলার পরবর্তী শুনানির দিন মানিককে জিজ্ঞাসাবাদের ভিডিয়ো রেকর্ডিং আদালতে পেশ করার নির্দেশ দেন। এর পরই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি।

এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীকে বলেন, ‘এখন লড়াই চলছে। কিছু ভালো আইনজীবীর জন্য লড়াইটা এখনো চলছে। অভিযুক্তরা তো পার পেতে চাইবেই। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আসল যুদ্ধ এখনো বাকি।

বলে রাখি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকাল ৯টা থেকে মানিক বন্দ্যোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সঙ্গে চলছে ভিডিয়ো রেডকর্ডিং।