Ishan Kishan | WI vs IND: ‘অন্য কেউ সুযোগ পেলে…’! নির্বাচকদের বার্তা ঈশানের, শুরু আলোচনার সুনামি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের হাত ধরেই রোহিত শর্মারা (Rohit Sharma) তৃতীয় ডব্লিউটিসি সাইকেলে ঢুকে পড়েছেন (ICC World Test Championship 2023-2025)। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ভারত টেস্ট সিরিজ ১-০ জিতে নিয়েছে। দ্বিতীয় তথা শেষ টেস্ট বৃষ্টির জন্য ধুয়ে গিয়ে ড্র হয়ে যায়। ত্রিনিদাদ টেস্টের চতু্র্থ দিনে ঝলসে উঠেছিলেন ঈশান কিশান (Ishan Kishan)। প্রথম ইনিংসে ২৫ রানে আউট হওয়ার জ্বালাটা দ্বিতীয় ইনিংসে মিটিয়ে নিয়েছিলেন বিহারের বছর পঁচিশের বাঁ-হাতি ব্যাটার। ঈশানের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৩৪ বলে ৫২ রানের ইনিংস। ১৫২.৯৪-এর স্ট্রাইক রেটে ব্য়াট করা ঈশান ছিলেন একেবারে টি-টোয়েন্টির মেজাজে। চারটি চার ও জোড়া ছক্কাও হাকিয়েছেন তিনি। ঈশানের ব্য়াটিং দেখে মনে হয়নি যে, তিনি জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন।

আরও পড়ুন: Ishan Kishan | WI vs IND: RP17 লেখা ব্যাটে এল আগুনে ৫২*! কোহলি কুর্নিশেও ঈশানের কৃতজ্ঞতা বন্ধুকে

সীমিত ওভারের ক্রিকেটে ঈশান তাঁর জাত চিনিয়েছেন অনেক আগেই। এবার লাল বলের ক্রিকেটেও রাখলেন ছাপ। একথা সকলেই জানে যে, ভারতীয় দলের প্রথম একাদশে জায়গা করে নেওয়া ঠিক কত’টা কঠিন। সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করতে না পারলে শিকে ছেড়ে না। চরম প্রতিযোগিতা চলে দলে ঢোকার জন্য। ঈশানের থেকে ম্যাচের পর জানতে চাওয়া হয়েছিল যে, ঈশান কীভাবে এই প্রতিযোগিতা দেখেন, তিনি বলেছিলেন, ‘দেখুন আমার মনে হয় সকলে আলাদা। কারোর জন্য সুযোগ না পাওয়া হতাশাজনক, আবার কেউ সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে। সে নিজেকে বলতে পারে, আমি যথেষ্ট কিছু করিনি সেই পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য়। আমার জায়গায় যদি দলে অন্য় কেউ সুযোগ পায় এবং পারফর্ম করে, তাহলে সেটার আমি প্রশংসা করব। কারণ ওখানে মানসিক পরীক্ষায় বসতে হয়। আমি জানি কত’টা কঠিন সেই পরীক্ষা। কারণ প্রচুর প্রত্যাশা এবং চাপ থাকে। আমি যখন খেলছি না, তখন কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব। আমি মনোনিবেশ করব আমার অনুশীলনে। আমি যখনই সুযোগ পাব নিজের সেরাটাই উজাড় করে দেব দলের জন্য।’ 
 
বিরাট ব্যাট করতে নামেন চারে। বিরাটই তাঁর জায়গাটা ছেড়ে দিয়েছিলেন দলের জুনিয়র ক্রিকেটারকে। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই কেরিয়ারের প্রথম অর্ধ-শতরানের স্বাদ পেয়েছেন ঈশান। তিনি বলেন, ‘অত্যন্ত স্পেশ্যাল ছিল এই হাফ-সেঞ্চুরি। আমি জানতাম দল আমার থেকে এমনই ব্যাটিং চেয়েছিল। বিরাট ভাই আমাকে সমর্থন করেছিল। বলেছিল গিয়ে আমার খেলাটা খেলতেই। আশা করি আগামিকাল খেলা শেষ করে দিতে পারব। বিরাট ভাই নিজেই উদ্যোগ নিয়ে বলেছিল, আমি যেন ব্যাট করতে যাই। বাঁ-হাতি মন্থর গতির বোলার ছিল ওদের। দলের জন্য এটা দারুণ কল ছিল। মাঝে মধ্যে এরকম কল নিতে হয়। আমাদের পরিকল্পনাই ছিল বৃষ্টি বিরতির পর আরও ১০-১২ ওভার খেলে ৭০-৮০ রান করা। আমরা চেয়েছিলাম ওদের ৩৭০-৩৮০ রানের টার্গেট দিতে।’ ঈশান যে ব্যাটে খেলেছেন এই ইনিংস, সেই ব্যাটটি ছিল এসজি-র ঋষভ পন্থ সিরিজের ইংলিশ উইলো। ব্যাটের স্প্লাইসের ঠিক নীচে জ্বলজ্বল করছিল পন্থের ইনিশিয়াল ও RP17। ঈশানের খুব কাছের বন্ধু হন ঋষভ। ঈশান বলছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজে আসার আগে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ছিলাম। পন্থও ওখানে ছিল। ও জানে আমি কীভাবে খেলি। সেই অনূর্ধ্ব-১৯ থেকে আমরা একে অপরকে চিনি। আমি চেয়েছিলাম কেউ আমাকে ব্যাটিং পজিশন নিয়ে পরামর্শ দিক। আমি ভাগ্যবান যে, ঋষভ সেটা করেছে।’ ঈশান ভোলেননি বিরাট ও ঋষভকে কৃতজ্ঞতা জানাতে।

আরও পড়ুন: MS Dhoni: এবার অভিনেতা ধোনির অভিষেক! চরিত্র বেছেই আপডেটের ছক্কা প্রযোজক সাক্ষীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)