Dengue: বাংলাদেশ থেকে ভারতে আসতে বাধ্যতামূলক হতে পারে ডেঙ্গি পরীক্ষা

রাজ্যে ডেঙ্গি প্রতিরোধে এবার বাংলাদেশ থেকে আগত অভিবাসীদের ডেঙ্গি পরীক্ষা বাধ্যমূলক করার আবেদন জানাল কলকাতা পুরসভা। এই মর্মে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে পুরসভা। তাদের আবেদন, এব্যাপারে কেন্দ্রের সঙ্গে কথা বলুক রাজ্য।

রাজ্যে গত কয়েক সপ্তাহ ধরেই বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বিশেষ করে কলকাতা ও লাগোয়া ঘনবসতিপূর্ণ এলাকায় ডেঙ্গির দাপট বেশি। দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। কলকাতা পুরসভার দাবি, রাজ্যে ডেঙ্গি আমদানি হচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের ডেঙ্গি পরিস্থিতি বেশ উদ্বেগজনক। বাংলাদেশ থেকে ভারতে আসা লোকেরা অনেকেই ডেঙ্গির বাহক। তাদের থেকে ডেঙ্গি ছড়াচ্ছে কলকাতায়। এই সমস্যার সমাধানে সীমান্তে অভিবাসন পরীক্ষার সময় ডেঙ্গি পরীক্ষা বাধ্যতামূলক করার আবেদন জানিয়েছে কলকাতা পুরসভা। যাতে ডেঙ্গি আক্রান্তদের সনাক্ত করে সেখান থেকেই ফেরত পাঠানো যায়।

এই মর্মে রাজ্য সরকারকে চিঠি দিয়ে কলকাতা পুরসভার তরফে আবেদন করা হয়েছে, বিষয়টি নিয়ে যেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে রাজ্য।

বিশেষজ্ঞদের মতে কলকাতা পুরসভার উদ্বেগের বাস্তবতা থাকলেও সীমান্তে অভিবাসনের সময় রক্ত পরীক্ষা করানোর আবেদন বাস্তবায়ন করা যথেষ্ট চ্যালেঞ্জিং। রোজ বাংলাদেশ থেকে ভারতে আসেন কয়েক হাজার মানুষ। এত মানুষের রক্ত পরীক্ষা করার ব্যবস্থা সীমান্তে গড়ে তোলা সম্ভব নয়। আর করা গেলেও খরচ কে বহন করবে তা নিয়েও বিতর্ক শুরু হতে পারে। তার থেকে ২৪ ঘণ্টা বা তার কম পুরনো ডেঙ্গি পরীক্ষার রিপোর্টকে স্বীকৃতি দেওয়া যেতে পারে। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলাদেশে ভুয়ো রিপোর্ট জোগাড় করা কোনও কঠিন কাজ নয়। ফলে তাতে বিধিনিষেধের আসল লক্ষ্য বিফল হতে পারে।